OBC Certificate: রাজ্যে বাতিল ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট! এই সার্টিফিকেট থাকলে OBC-রা কী কী সুবিধা পান? রইল বিস্তারিত তথ্য
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
OBC Certificate: রাজ্য জুড়ে বাতিল হচ্ছে তৃণমূল জামানার মোট ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট।
লোকসভা ভোটের আবহে সম্প্রতি কলকাতা হাইকোর্টের ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। ২০১০ সালের পর থেকে অর্থাৎ ২০১১ সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট অর্থাৎ অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যার ফলে রাজ্য জুড়ে বাতিল হচ্ছে তৃণমূল জামানার মোট ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট। যদিও এই রায়ের বিরুদ্ধে রাজ্য যে সুপ্রিম কোর্টে যাবে, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
তবে, আদালত আশ্বস্ত করে জানিয়েছে, এই শংসাপত্র ব্যবহার করে যারা সংরক্ষণের সুবিধা পেয়েছেন, এই নির্দেশে তাদের ওপর কোন প্রভাব পড়বে না। এমনকি এই শংসাপত্র ব্যবহার করে যারা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন, নিশ্চিন্তে থাকতে পারেন তারাও। তবে নতুন করে কেউ আর এই শংসাপত্র চাকরি পাওয়ার প্রক্রিয়ায় ব্যবহার করতে পারবেন না।
advertisement
কলকাতা হাইকোর্টের তরফ থেকে এমন রায় দেওয়ার কারণ হিসাবে তাদের পর্যবেক্ষণে জানানো হয়েছে, ২০১০ সালের পর থেকে যে সকল ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে সেগুলি সম্পূর্ণ নিয়ম মেনে করা হয়নি। যে কারণে এই সকল ওবিসি সার্টিফিকেট বাতিল ঘোষণা করা হয় এবং ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন অ্যাক্ট ১৯৯৩ অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে বলা হয়েছে।
advertisement
কিন্তু কারা এই সার্টিফিকেট পান? এই সার্টিফিকেট যাদের থাকে তারা কী কী সুবিধা পেয়ে থাকেন? আসলে সিডিউল কাস্ট এবং সিডিউল টাইপের মতোই ওবিসি একটি সার্টিফিকেট। তবে ওই দুই সার্টিফিকেটের তুলনায় ওবিসি সার্টিফিকেট সুবিধা অনেকটাই কম দেওয়া হয়ে থাকে। যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তারা বিভিন্ন ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরির নাগরিকদের থেকে বেশি সুবিধা পেয়ে থাকেন।
advertisement
advertisement
advertisement
advertisement
সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষণের পাশাপাশি উচ্চ শিক্ষার ক্ষেত্রেও অনেক সুবিধা পাওয়া যায় এই ক্ষেত্রে। শুধু তাই নয়, এর পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রেও যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে, তারা অতিরিক্ত সুবিধা পান। যেমন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ওবিসি সম্প্রদায়ের মহিলারা বেশি টাকা পান, কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধাও পাওয়া যায়।
advertisement