NJP Train: উত্তরবঙ্গে বেড়াতে যাচ্ছেন, শতাব্দীর নয়া ধামাকা ভিস্টাডোম কোচ, ভারতীয় রেলের মেগা চমক

Last Updated:
NJP Train: যাত্রী টানতে আজ থেকে শতাব্দী এক্সপ্রেসে আবার ভিস্তাডোম কোচ
1/9
অন্য ট্রেনের তুলনায় ভাড়া বেশি হওয়া সত্ত্বেও বন্দে ভারতের টিকিটের চাহিদা তুঙ্গে। কারণ যাত্রীদের মন টেনেছে এই ট্রেনের ঝাঁ চকচকে পরিষেবা আর বিলাসবহুল পরিবেশ। এবার এই কৌশলকেই কাজে লাগাতে চলেছে ভারতীয় রেল। হাওড়া- নিউ জলপাইগুড়ি রুটের শতাব্দী এক্সপ্রেসে আজ থেকে আবার জোড়া হবে ভিস্তাডোম  কোচ। Photo -File
অন্য ট্রেনের তুলনায় ভাড়া বেশি হওয়া সত্ত্বেও বন্দে ভারতের টিকিটের চাহিদা তুঙ্গে। কারণ যাত্রীদের মন টেনেছে এই ট্রেনের ঝাঁ চকচকে পরিষেবা আর বিলাসবহুল পরিবেশ। এবার এই কৌশলকেই কাজে লাগাতে চলেছে ভারতীয় রেল। হাওড়া- নিউ জলপাইগুড়ি রুটের শতাব্দী এক্সপ্রেসে আজ থেকে আবার জোড়া হবে ভিস্তাডোম  কোচ। Photo -File
advertisement
2/9
প্রকৃতির শোভা দেখতে দেখতেই গন্তব্যে পৌঁছে যেতে পারবেন।রেলের তরফে জানা গিয়েছে, হাওড়ায় ট্রেনের অন্যান্য কোচের সঙ্গেই জোড়া থাকবে একটি ভিস্তাডোম কোচ। মূলত চেয়ারে বসে যাওয়ার ব্যবস্থা থাকবে এই কামরায়। চেয়ারগুলি দু’দিকে ঘুরবে। দু’দিকের দেওয়ালের অধিকাংশটাই কাচে মোড়া। Photo -File 
প্রকৃতির শোভা দেখতে দেখতেই গন্তব্যে পৌঁছে যেতে পারবেন।রেলের তরফে জানা গিয়েছে, হাওড়ায় ট্রেনের অন্যান্য কোচের সঙ্গেই জোড়া থাকবে একটি ভিস্তাডোম কোচ। মূলত চেয়ারে বসে যাওয়ার ব্যবস্থা থাকবে এই কামরায়। চেয়ারগুলি দু’দিকে ঘুরবে। দু’দিকের দেওয়ালের অধিকাংশটাই কাচে মোড়া। Photo -File 
advertisement
3/9
মূলত পর্যটন স্থলে পর্যটকদের ভ্রমণের জন‌্য ট্রেনে এই ধরণের কোচ থাকে। কাচের দেওয়াল থেকেই প্রকৃতিকে অনুভব করতে পারবেন যাত্রীরা। বন্দে ভারতেও রয়েছে এমন কামরা।দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ভারতীয় রেল  ভিস্তাডোম কোচের ট্রেন চালু করেছে। Photo -File 
মূলত পর্যটন স্থলে পর্যটকদের ভ্রমণের জন‌্য ট্রেনে এই ধরণের কোচ থাকে। কাচের দেওয়াল থেকেই প্রকৃতিকে অনুভব করতে পারবেন যাত্রীরা। বন্দে ভারতেও রয়েছে এমন কামরা।দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ভারতীয় রেল  ভিস্তাডোম কোচের ট্রেন চালু করেছে। Photo -File 
advertisement
4/9
এই কোচের বৈশিষ্ট্য হল আশেপাশের সব কিছুর ৩৬০ ডিগ্রি দর্শন পাওয়া যায়। ট্রেনযাত্রীদের ট্রেনভ্রমণকে স্মরণীয় করে রাখতে এই ব্যবস্থা। এতে যেমন এক দিকে পর্যটনে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে, তেমনই অন্য দিকে যাত্রীদের ভ্রমণ আরামদায়ক হচ্ছে।
এই কোচের বৈশিষ্ট্য হল আশেপাশের সব কিছুর ৩৬০ ডিগ্রি দর্শন পাওয়া যায়। ট্রেনযাত্রীদের ট্রেনভ্রমণকে স্মরণীয় করে রাখতে এই ব্যবস্থা। এতে যেমন এক দিকে পর্যটনে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে, তেমনই অন্য দিকে যাত্রীদের ভ্রমণ আরামদায়ক হচ্ছে।
advertisement
5/9
আরাকুভ‌্যালি, কালকা থেকে সিমলা, ডুয়ার্স, নাহারলাগুন থেক তিনসুকিয়া, পশ্চিমঘাট পাহাড়ের ভিতর দিয়ে পুনে, গোয়ার পথে, যশবন্তপুর থেকে কর্নাটক উপকূলে ইতিমধ্যেই ভিস্তাডোম কোচ রয়েছে। Photo -File 
আরাকুভ‌্যালি, কালকা থেকে সিমলা, ডুয়ার্স, নাহারলাগুন থেক তিনসুকিয়া, পশ্চিমঘাট পাহাড়ের ভিতর দিয়ে পুনে, গোয়ার পথে, যশবন্তপুর থেকে কর্নাটক উপকূলে ইতিমধ্যেই ভিস্তাডোম কোচ রয়েছে। Photo -File 
advertisement
6/9
সেই তালিকায় পুনরায় সংযোগ করা হল হাওড়া-এনজেপি শতাব্দী এক্সপ্রেসকে।১জুলাই থেকে আগামী বছরের ৩০জুন পর্যন্ত সাময়িক ভাবে ১২০৪১-১২০৪২ হাওড়া - নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে এই কোচ লাগানো হবে, যার ফলে শতাব্দী এক্সপ্রেস ১৪ কোচের পরিবর্তে ১৫ কোচ নিয়ে চলাচল করবে বলেই পূর্ব রেল সূত্রের খবর। Photo -File 
সেই তালিকায় পুনরায় সংযোগ করা হল হাওড়া-এনজেপি শতাব্দী এক্সপ্রেসকে।১জুলাই থেকে আগামী বছরের ৩০জুন পর্যন্ত সাময়িক ভাবে ১২০৪১-১২০৪২ হাওড়া - নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে এই কোচ লাগানো হবে, যার ফলে শতাব্দী এক্সপ্রেস ১৪ কোচের পরিবর্তে ১৫ কোচ নিয়ে চলাচল করবে বলেই পূর্ব রেল সূত্রের খবর। Photo -File 
advertisement
7/9
ভিস্তাডোম কোচের ক্ষেত্রে সবরকম আধুনিক ব্যবস্থাপনা সহ আধুনিক তথ্যপ্রযুক্তিগত সবরকম সুযোগ সুবিধা পাওয়া যাবে বলে রেলের পক্ষে জানানো হয়েছে।ট্রেনটি মোট ১৪ কোচের বদলে এনজেপি পৌঁছাবে ১৫টি কোচ নিয়ে। যার মধ্যে একটি ভিস্তা ডোম কোচ, ২টি এক্সিকিউটিভ এসি চেয়ার কার, ১০টি এসি চেয়ার কার এবং ব্রেক, ২টি লাগেজ কাম জেনারেটর কার৷ Photo -File 
ভিস্তাডোম কোচের ক্ষেত্রে সবরকম আধুনিক ব্যবস্থাপনা সহ আধুনিক তথ্যপ্রযুক্তিগত সবরকম সুযোগ সুবিধা পাওয়া যাবে বলে রেলের পক্ষে জানানো হয়েছে।ট্রেনটি মোট ১৪ কোচের বদলে এনজেপি পৌঁছাবে ১৫টি কোচ নিয়ে। যার মধ্যে একটি ভিস্তা ডোম কোচ, ২টি এক্সিকিউটিভ এসি চেয়ার কার, ১০টি এসি চেয়ার কার এবং ব্রেক, ২টি লাগেজ কাম জেনারেটর কার৷ Photo -File 
advertisement
8/9
রেলের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, “ভিস্তা ডোম কোচের মাধ্যেম যাত্রীদের বিশ্বমানের সুযোগ-সুবিধা এবং একটি স্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করা হবে। যা যাত্রীদের প্রতি রেলের যে অঙ্গীকার তাকেই প্রতিফলিত করবে”। Photo -File 
রেলের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, “ভিস্তা ডোম কোচের মাধ্যেম যাত্রীদের বিশ্বমানের সুযোগ-সুবিধা এবং একটি স্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করা হবে। যা যাত্রীদের প্রতি রেলের যে অঙ্গীকার তাকেই প্রতিফলিত করবে”। Photo -File 
advertisement
9/9
12042/12041 নিউ জলপাইগুড়ি – হাওড়া – নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস রবিবার ছাড়া সপ্তাহে ছয় দিন হাওড়া – নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল করে। ট্রেনটি মোট ৮ ঘণ্টা ৩০ মিনিটে ৫৬১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। Input- Abir Ghosal 
12042/12041 নিউ জলপাইগুড়ি – হাওড়া – নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস রবিবার ছাড়া সপ্তাহে ছয় দিন হাওড়া – নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল করে। ট্রেনটি মোট ৮ ঘণ্টা ৩০ মিনিটে ৫৬১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। Input- Abir Ghosal 
advertisement
advertisement
advertisement