New Train To Puri: পুরী যাবেন, ট্রেনে রিজার্ভেশন পাচ্ছেন না, নতুন এই ট্রেনের খবর জানেন না, দেখুন কোন কোন স্টেশনে থামে
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
New Train To Puri: এবার জগন্নাথ দর্শনে বড় সুযোগ, পাটনা-পুরী স্পেশাল ট্রেন বাংলার বড় অংশ দিয়ে ছুটবে এই ট্রেন
হাওড়া: পুরীর জগন্নাথ দর্শনে বাড়তি সুযোগ! পুরীর জগন্নাথ দর্শন করতে মন চাইলেও অনেক সময় ট্রেনের ওয়েটিংলিস্ট এ লম্বা লাইন দেখে মুখ ফিরিয়ে নিতে হয়। তাই অনেক সময় ইচ্ছা পূরণ হয় না। এবার পাটনা টু পুরী উইকলি ট্রেন পরিষেবায় জগন্নাথ দর্শনের বড় সুযোগ বাংলার যাত্রীদের হাতে। যা জগন্নাথ দর্শনে সুযোগ করে দিচ্ছে। পুরি স্পেশাল এই ট্রেন, বিহার থেকে যাত্রা শুরু করলেও বাংলার গুরুত্বপূর্ণ স্টেশন হয়ে চলবে। যার মাধ্যমে পুরীর জগন্নাথ দর্শন আরও সহজ হবে যাত্রীদের।
advertisement
০৩২৩০, ০৮৩৯, ০৮৪৪০ আসানসোল বাঁকুড়া মেদনীপুর হয়ে ছুটবে এই সমস্ত ট্রেন। ট্রেন নং ০৮৪৩৯ পুরী-পাটনা অন্যদিকে ট্রেন নং ০৮৪৪০ পাটনা-পুরী স্পেশাল ট্রেন। ট্রেন নং ০৮৪৩৯ পুরী-পাটনা সাপ্তাহিক ট্রেনটি ৮ মার্চ থেকে আগামী ২৮ মার্চ পর্যন্ত চলবে৷ ট্রেন নং ০৮৪৪০ পাটনা-পুরী সাপ্তাহিক স্পেশাল ট্রেন। আগামী ২৯ মার্চ পর্যন্ত চলবে বলে জানা গেছে।
advertisement
সাপ্তাহিক ট্রেনগুলি শনিবার এবং রবিবার চালান হবে বলেই জানা গেছে। ট্রেন নং ০৮৪৩৯ পুরী-পাটনা স্পেশাল ট্রেন। সপ্তাহে প্রত্যেক শনিবার দুপুর ২:৫৫ মিনিটে পুরী স্টেশন থেকে যাত্রা শুরু করবে। বিকেল ৪:১০ নাগাদ ট্রেনটি ভুবনেশ্বর পৌঁছে। এই ট্রেন কটক, বালাসোর, মেদিনীপুর, বাঁকুড়া হয়ে রাত ২ টো নাগাদ আসানসোল পৌঁছবে।
advertisement
advertisement
অনুরূপ ভাবে ট্রেন নং ০৮৪৪০ পাটনা-পুরী বিশেষ সাপ্তাহিক ট্রেন প্রতি রবিবার ছাড়বে। সেই মত দুপুর ১:৩০ এ পাটনা স্টেশন থেকে ছাড়বে, ঝাঝা ৫:২০ টায় পৌঁছবে। এরপর ৬:০০ জাসিডি, আসানসোল , ভুবনেশ্বর হয়ে পরের দিন পুরীতে ৯:৪৫ টায় পৌঁছাবে। বিস্তারিত জানতে ফলো করুন রেলের ওয়েবসাইট ও আইআরসিটিসি অ্যাপ। Input- Rakesk Maity









