নবান্ন অভিযান ঘিরে ধুন্ধমার, পুলিশের লাঠির ঘায়ে আহত কান্তি গাঙ্গুলি সহ ১০০-এরও বেশি বাম সমর্থক

Last Updated:
1/7
সপ্তাহের প্রথম দিনেই বামেদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধমার। ডাফরিন রোড, হেস্টিংস রোড, মেয়ো রোড, ফোরশোর রোড, সাঁতরাগাছি রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টি করেন বামকর্মীরা।
সপ্তাহের প্রথম দিনেই বামেদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধমার। ডাফরিন রোড, হেস্টিংস রোড, মেয়ো রোড, ফোরশোর রোড, সাঁতরাগাছি রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টি করেন বামকর্মীরা।
advertisement
2/7
হেস্টিংস, ফরশোর রোড ও ডাফরিন রোডে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। ব্যারিকেড ভেঙে ফেলেন বামকর্মীরা। পরিস্থিতি আয়ত্তে আনতে পালটা লাঠিচার্জ করে পুলিশ। ফাটানো হয় টিয়ার গ্যাসের সেল।
হেস্টিংস, ফরশোর রোড ও ডাফরিন রোডে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। ব্যারিকেড ভেঙে ফেলেন বামকর্মীরা। পরিস্থিতি আয়ত্তে আনতে পালটা লাঠিচার্জ করে পুলিশ। ফাটানো হয় টিয়ার গ্যাসের সেল।
advertisement
3/7
পিটিএসে পুলিশের লাঠিতে জখম হয়েছেন বাম নেতা কান্তি গাঙ্গুলি। মাথা ফেটে বেশ কিছু বাম কর্মী সমর্থকেরও।
পিটিএসে পুলিশের লাঠিতে জখম হয়েছেন বাম নেতা কান্তি গাঙ্গুলি। মাথা ফেটে বেশ কিছু বাম কর্মী সমর্থকেরও।
advertisement
4/7
বামেদের দাবি নবান্ন অভিযান কর্মসূচি সফল। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের দাবি সরকার ভয় পেয়ে পুলিশকে দিয়ে প্রতিরোধ করিয়েছে। কাল রাজ্যজুড়ে প্রতিবাদ ও ধিক্কার দিবসের ডাক।
বামেদের দাবি নবান্ন অভিযান কর্মসূচি সফল। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের দাবি সরকার ভয় পেয়ে পুলিশকে দিয়ে প্রতিরোধ করিয়েছে। কাল রাজ্যজুড়ে প্রতিবাদ ও ধিক্কার দিবসের ডাক।
advertisement
5/7
এদিন কর্মসূচি শুরুর আগেই নবান্ন ঢোকার চেষ্টা করেন সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্য সহ বাম বিধায়করা।  পুলিশের নজর এড়িয়ে নবান্নের নর্থ গেট দিয়ে ঢোকার চেষ্টা করেন সুজন।  সঙ্গে ছিলেন বেশকয়েকজন কর্মীও। পুলিশের সঙ্গে বিতণ্ডাতেও জড়ান তারা। এরপরই তাদের আটক করে হাওড়া পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।
এদিন কর্মসূচি শুরুর আগেই নবান্ন ঢোকার চেষ্টা করেন সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্য সহ বাম বিধায়করা। পুলিশের নজর এড়িয়ে নবান্নের নর্থ গেট দিয়ে ঢোকার চেষ্টা করেন সুজন। সঙ্গে ছিলেন বেশকয়েকজন কর্মীও। পুলিশের সঙ্গে বিতণ্ডাতেও জড়ান তারা। এরপরই তাদের আটক করে হাওড়া পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।
advertisement
6/7
এই সংঘর্ষে জখম প্রবীণ বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় ৷ আহত বিমান বসুও ৷ এছাড়াও আহত হয়েছেন প্রায় ২২ জন বাম কর্মী-সমর্থক ৷ জখম নেতা কর্মীদের চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর ৯ জনকে ছেড়ে দেওয়া হয় ৷
এই সংঘর্ষে জখম প্রবীণ বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় ৷ আহত বিমান বসুও ৷ এছাড়াও আহত হয়েছেন প্রায় ২২ জন বাম কর্মী-সমর্থক ৷ জখম নেতা কর্মীদের চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর ৯ জনকে ছেড়ে দেওয়া হয় ৷
advertisement
7/7
এসিপি সুপ্রতীম সরকার বলেন, ‘এখনও পর্যন্ত ১৮২ জন ধৃত ৷ জখম ৬৯ পুলিশকর্মী ৷ জখম ১০০ বাম কর্মী-সমর্থক ৷ যারা প্ররোচনা দিয়েছে, তাদের ফুটেজ দেখে চিহ্নিত করা হবে ৷’
এসিপি সুপ্রতীম সরকার বলেন, ‘এখনও পর্যন্ত ১৮২ জন ধৃত ৷ জখম ৬৯ পুলিশকর্মী ৷ জখম ১০০ বাম কর্মী-সমর্থক ৷ যারা প্ররোচনা দিয়েছে, তাদের ফুটেজ দেখে চিহ্নিত করা হবে ৷’
advertisement
advertisement
advertisement