বেলেঘাটায় ভোট দিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা

Last Updated:
বেলেঘাটায় ভোট দিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা
1/5
সকাল সকাল বেলেঘাটার ২৪ ও ২৫ নম্বর বুথে ভোট দিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা ৷ ভোটার কা৪ড হাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তাঁরা ৷ বেলা বাড়লে গরম ৷ তাই সকালটাকেই বেছে নিলেন ভোটের জন্য ৷ উত্তর কলকাতা জুড়ে চলছে ভোট ৷
সকাল সকাল বেলেঘাটার ২৪ ও ২৫ নম্বর বুথে ভোট দিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা ৷ ভোটার কা৪ড হাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তাঁরা ৷ বেলা বাড়লে গরম ৷ তাই সকালটাকেই বেছে নিলেন ভোটের জন্য ৷ উত্তর কলকাতা জুড়ে চলছে ভোট ৷
advertisement
2/5
৬৩ বছর বয়সি তারা বেগম ৷ চোখে ঠিক মতো দেখতে পারেন না  ৷ তবুও বেলেঘাটার ২৪ নম্বর বুথে ভোট দিতে এলেন সকাল সকাল ৷ সঙ্গে তাঁর বোন ৷
৬৩ বছর বয়সি তারা বেগম ৷ চোখে ঠিক মতো দেখতে পারেন না ৷ তবুও বেলেঘাটার ২৪ নম্বর বুথে ভোট দিতে এলেন সকাল সকাল ৷ সঙ্গে তাঁর বোন ৷
advertisement
3/5
প্রথমবার ভোট দিতে এসেছেন নসিমা ৷ সামনে পরীক্ষা তাই সকাল সকাল ভোট দিয়ে পড়তে যাবে সে ৷ ভোট উৎসবেও যাতে বাদ না পড়ে পড়াশুনো ৷ তাই সকাল সকাল ভোট দিতে এসেছেন নসিমা ৷
প্রথমবার ভোট দিতে এসেছেন নসিমা ৷ সামনে পরীক্ষা তাই সকাল সকাল ভোট দিয়ে পড়তে যাবে সে ৷ ভোট উৎসবেও যাতে বাদ না পড়ে পড়াশুনো ৷ তাই সকাল সকাল ভোট দিতে এসেছেন নসিমা ৷
advertisement
4/5
বয়স ৫০ ৷ বেগম আলমা ৷ বেলেঘাটায় ২৪ নম্বর বুথে ভোট দিলেন সকাল সকাল ৷
বয়স ৫০ ৷ বেগম আলমা ৷ বেলেঘাটায় ২৪ নম্বর বুথে ভোট দিলেন সকাল সকাল ৷
advertisement
5/5
উত্তর কলকাতার ৭টি বিধানসভা কেন্দ্রে চলবে ভোটগ্রহণ ৷ ১২ লক্ষ ৩২ হাজার ৫৩৯ জন ভোটার বৃহস্পতিবার নিজেদের ভোটে নিশ্চিত করবে আগামী পাঁচ বছরে কার হাতে থাকবে উত্তর কলকাতার রাশ ৷ এলাকা দখলের রাজনৈতিক লড়াইয়ে সামিল প্রবীণ থেকে নবীন প্রার্থীরা ৷ নয়না বন্দ্যোপাধ্যায়, সৌমেন মিত্র, পরেশ পাল, শশী পাঁজা , রাহুল সিনহা, স্মিতা বক্সীর মতো দাপুটে, জনপ্রিয় নেতা-নেত্রীর ভাগ্য নির্ধারণ হবে
উত্তর কলকাতার ৭টি বিধানসভা কেন্দ্রে চলবে ভোটগ্রহণ ৷ ১২ লক্ষ ৩২ হাজার ৫৩৯ জন ভোটার বৃহস্পতিবার নিজেদের ভোটে নিশ্চিত করবে আগামী পাঁচ বছরে কার হাতে থাকবে উত্তর কলকাতার রাশ ৷ এলাকা দখলের রাজনৈতিক লড়াইয়ে সামিল প্রবীণ থেকে নবীন প্রার্থীরা ৷ নয়না বন্দ্যোপাধ্যায়, সৌমেন মিত্র, পরেশ পাল, শশী পাঁজা , রাহুল সিনহা, স্মিতা বক্সীর মতো দাপুটে, জনপ্রিয় নেতা-নেত্রীর ভাগ্য নির্ধারণ হবে
advertisement
advertisement
advertisement