কেরলে দেরিতে হলেও বাংলায় স্বাভাবিক সময়ই ঢুকবে বর্ষা। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে সঠিক সময়ই বৃষ্টি শুরু হবে। তবে দক্ষিনবঙ্গে মৌসুমী বায়ু কিছুটা দেরীতে ঢোকায় সময়ের থেকে প্রায় ৭ দিন দেরিতে শুরু হবে বৃষ্টি।
2/ 4
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, স্বাভাবিক সময় ১লা জুনের জায়গায় ৬ই জুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলে ঢুকতে পারে।
3/ 4
আন্দামান থেকে মায়ানমার হয়ে মৌসুমি বায়ুর শাখা প্রথম ঢুকবে উত্তরবঙ্গে।
4/ 4
তারপর ১৮ থেকে ১৯মে আন্দামান নিকোবরে ঢুকবে মৌসুমী বায়ু। যার জেরে দক্ষিনবঙ্গে বর্ষা শুরু হবে সময়ের কিছুটা দেরীতে ৷