৫ দিন আগেই দেশে ঢুকল 'বর্ষা'! এখনও গলদঘর্ম বাংলা...কেন জানেন? কবে নামবে বৃষ্টি? দেখুন আবহাওয়ার আপডেট
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Weather Update Till 17th May: মৌসুমী বায়ুর আগমন মানেই প্রাক-বর্ষার বৃষ্টিপাত এবং কালবৈশাখীর দাপট। অন্যদিকে, উত্তর ভারতজুড়ে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা বাংলার আকাশে টানছে জলীয় বাষ্প, যার প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের তাপমাত্রা ও আর্দ্রতায়।
advertisement
advertisement
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং গোটা রাজ্যজুড়ে বজ্রঝড়ের পূর্বাভাস—সব মিলিয়ে রাজ্য জুড়ে আবহাওয়ার চরিত্র এখন অত্যন্ত গতিশীল ও গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের পূর্বাভাস সাধারণ মানুষ, কৃষক, প্রশাসন—সবার কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। (Representative Image: AI)
advertisement
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়েছে নিকোবর দ্বীপপুঞ্জে। আজ, ১৩ মে, মৌসুমী বায়ু প্রবেশ করেছে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর ও উত্তর আন্দামান সাগরের কিছু অংশে। পরিস্থিতি অনুকূল থাকলে আগামী তিন-চার দিনের মধ্যে মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান দ্বীপপুঞ্জে পৌঁছে যাবে। (Representative Image: AI)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মঙ্গলবার মালদহ ও সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে—বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। (Representative Image: AI)
advertisement
শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবণতা বেশি। মালদহ ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। (Representative Image: AI)