৫ দিন আগেই দেশে ঢুকল 'বর্ষা'! এখনও গলদঘর্ম বাংলা...কেন জানেন? কবে নামবে বৃষ্টি? দেখুন আবহাওয়ার আপডেট

Last Updated:
Weather Update Till 17th May: মৌসুমী বায়ুর আগমন মানেই প্রাক-বর্ষার বৃষ্টিপাত এবং কালবৈশাখীর দাপট। অন্যদিকে, উত্তর ভারতজুড়ে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা বাংলার আকাশে টানছে জলীয় বাষ্প, যার প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের তাপমাত্রা ও আর্দ্রতায়।
1/10
গ্রীষ্মের দহনকাল চললেও আবহাওয়ার গতিপথে ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই ঢুকে পড়েছে ভারত মহাসাগরের কিছু অঞ্চলে, যা বাংলার জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা। মৌসুমী বায়ুর আগমন মানেই প্রাক-বর্ষার বৃষ্টিপাত এবং কালবৈশাখীর দাপট।
গ্রীষ্মের দহনকাল চললেও আবহাওয়ার গতিপথে ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই ঢুকে পড়েছে ভারত মহাসাগরের কিছু অঞ্চলে, যা বাংলার জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা। মৌসুমী বায়ুর আগমন মানেই প্রাক-বর্ষার বৃষ্টিপাত এবং কালবৈশাখীর দাপট। (Representative Image: AI) 
advertisement
2/10
 অন্যদিকে, উত্তর ভারতজুড়ে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা বাংলার আকাশে টানছে জলীয় বাষ্প, যার প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের তাপমাত্রা ও আর্দ্রতায়।
অন্যদিকে, উত্তর ভারতজুড়ে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা বাংলার আকাশে টানছে জলীয় বাষ্প, যার প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের তাপমাত্রা ও আর্দ্রতায়। তীব্র এই তাপপ্রবাহের মধ্যে কবে আসবে বৃষ্টি? বর্ষার মেঘ ঘনাবে কবে? জানুন আবহাওয়ার আপডেট।  (Representative Image: AI) 
advertisement
3/10
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং গোটা রাজ্যজুড়ে বজ্রঝড়ের পূর্বাভাস—সব মিলিয়ে রাজ্য জুড়ে আবহাওয়ার চরিত্র এখন অত্যন্ত গতিশীল ও গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের পূর্বাভাস সাধারণ মানুষ, কৃষক, প্রশাসন—সবার কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং গোটা রাজ্যজুড়ে বজ্রঝড়ের পূর্বাভাস—সব মিলিয়ে রাজ্য জুড়ে আবহাওয়ার চরিত্র এখন অত্যন্ত গতিশীল ও গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের পূর্বাভাস সাধারণ মানুষ, কৃষক, প্রশাসন—সবার কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। (Representative Image: AI) 
advertisement
4/10
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়েছে নিকোবর দ্বীপপুঞ্জে। আজ, ১৩ মে, মৌসুমী বায়ু প্রবেশ করেছে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর ও উত্তর আন্দামান সাগরের কিছু অংশে। পরিস্থিতি অনুকূল থাকলে আগামী তিন-চার দিনের মধ্যে মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান দ্বীপপুঞ্জে পৌঁছে যাবে।
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়েছে নিকোবর দ্বীপপুঞ্জে। আজ, ১৩ মে, মৌসুমী বায়ু প্রবেশ করেছে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর ও উত্তর আন্দামান সাগরের কিছু অংশে। পরিস্থিতি অনুকূল থাকলে আগামী তিন-চার দিনের মধ্যে মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান দ্বীপপুঞ্জে পৌঁছে যাবে। (Representative Image: AI) 
advertisement
5/10
উত্তরপ্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা দক্ষিণ ওড়িশা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা বরাবর প্রচুর জলীয় বাষ্প টেনে আনছে রাজ্যে। এর প্রভাবে আগামী ১৫ মে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া।
উত্তরপ্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা দক্ষিণ ওড়িশা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা বরাবর প্রচুর জলীয় বাষ্প টেনে আনছে রাজ্যে। এর প্রভাবে আগামী ১৫ মে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। (Representative Image: AI) 
advertisement
6/10
তাপপ্রবাহে জেরবার হতে পারে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজায় থাকবে অস্বস্তিকর গরম।
তাপপ্রবাহে জেরবার হতে পারে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজায় থাকবে অস্বস্তিকর গরম। (Representative Image: AI) 
advertisement
7/10
বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির আশঙ্কা।
বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির আশঙ্কা। (Representative Image: AI) 
advertisement
8/10
বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Representative Image: AI) 
advertisement
9/10
মঙ্গলবার মালদহ ও সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে—বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মঙ্গলবার মালদহ ও সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে—বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। (Representative Image: AI) 
advertisement
10/10
শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবণতা বেশি। মালদহ ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবণতা বেশি। মালদহ ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। (Representative Image: AI) 
advertisement
advertisement
advertisement