Home » Photo » kolkata » Mamata Banerjee: রেড রোড থেকে সোজা রিজওয়ানুর রহমানের বাড়িতে মমতা, কথা বললেন পরিবারের সঙ্গে
Mamata Banerjee: রেড রোড থেকে সোজা রিজওয়ানুর রহমানের বাড়িতে মমতা, কথা বললেন পরিবারের সঙ্গে
Mamata Banerjee: ২০২০-২১ সালে ইদের সময় কোভিডের কারণে রিজওয়ানুরের বাড়িতে যেতে পারেননি মমতা। এ বারে রেড রোডের কর্মসূচি সেরে সোজা পার্ক সার্কাসে রিজওয়ানুরের বাড়িতে যান।
খুশির ইদে রেড রোডের নমাজে অংশ নেওয়ার পর রিজওয়ানুর রহমানের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দীর্ঘক্ষণ রিজওয়ানুরের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। (ছবি ও তথ্য: আবীর ঘোষাল)
2/ 8
একই সঙ্গে রিজওয়ানুর রহমানের বাড়ির সামনে যে শহিদ বেদি, তাতে মালা দেন মুখ্যমন্ত্রী। কিশওয়ার রহমান, রিজওয়ানুরের মায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের এক সম্পর্ক রয়েছে, এক সময়ে রিজওয়ানুরের ভাই তৃণমূলের বিধায়কও ছিলেন।
3/ 8
সকলের সঙ্গেই কথা বলেন মমতা। রিজওয়ানুর রহমানের মৃত্যুর পর সামনে থেকে আন্দোলন করেছিল তৃণমূল। সেই সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ও তৃণমূলের সঙ্গে রহমান পরিবারের সুসম্পর্ক রয়েছে।
4/ 8
২০২০-২১ সালে ইদের সময় কোভিডের কারণে রিজওয়ানুরের বাড়িতে যেতে পারেননি মমতা। এ বারে রেড রোডের কর্মসূচি সেরে সোজা পার্ক সার্কাসে রিজওয়ানুরের বাড়িতে যান। পুরনো দিনের অনেক কথা উঠে এই সাক্ষাৎকারে।
5/ 8
মঙ্গলবার কলকাতায় রেড রোডে ইদের নমাজে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রীষ্মের প্রবল দাবদাহের কোপ কাটিয়ে শেষ কয়েকদিন ধরে বৃষ্টিতে ভিজেছে শহর ও দক্ষিণবঙ্গ। মঙ্গলবার সকালেও সামান্য বৃষ্টি ও রোদের প্রকোপ ছিল কম। সেই ফুরফুরে আবহাওয়ার মধ্যেই গোটা দেশের মতো রাজ্যেও পালিত হচ্ছে খুশির ইদ।
6/ 8
সেই ইদের নমাজে রেড রোডে হাজির হয়েছিলেন অসংখ্য মানুষ। সেখানেই সকাল সকাল হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
7/ 8
ইদের নমাজে উপস্থিত হয়ে মমতা একাধিক বিষয়ে মন্তব্য করেছেন। মমতা মঙ্গলবার নাম না করে বিজেপিকে তোপ দাগেন। তিনি বলেন, কেউ কেউ বিভেদ তৈরি করতে চাইছেন। আমরা চাই শান্তি।
8/ 8
মমতা আরও বলেন, আমি কখনও মাথা নত করব না। মানুষের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব। এমনিতে দেশের পরিস্থিতি ভাল নয়। বিভেদের রাজনীতি করা ঠিক নয়। আসলে বাংলার ঐক্য দেখে অনেকের হিংসা হয়।