

♦ এর আগে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার ধর্নায় বসেছেন। ধর্মতলায় সিঙ্গুর আন্দোলনের সময়ে অনশন করেছেন। এবার সেই একই জায়গায় একই ভূমিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: প্রেমা রাজারাম ৷


♦ ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। দু’দিন ছুটির পর সোমবার দুপুরে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তার আগেই ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে রয়েছেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা। সেখানে রয়েছেন কলকাতা ও রাজ্য পুলিশের কর্তারাও। রয়েছেন রাজীব কুমারও। ছবি: সুজিত নাথ ৷


♦ তৈরি হচ্ছে মঞ্চ। তার আগে রাস্তার উপরে চেয়ারে বসে রয়েছেন মমতা। মঞ্চের পাশেই তৈরি হচ্ছে মন্ত্রিসভার বৈঠকের ঘর। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, সোমবার বাজেট অধিবেশনে উপস্থিত থাকবেন না তিনি। ধর্মতলাতেই সারবেন প্রয়োজনীয় মন্ত্রিসভার বৈঠক। ছবি: সুজিত নাথ ৷


♦ জানা গিয়েছে, ধর্নামঞ্চের পাশেই তৈরি হবে অস্থায়ী ক্যাবিনেট অফিস ৷ তৈরি হবে অস্থায়ী দফতর ৷ ছবি: সুজিত নাথ ৷