মমতার কথা শোনা মাত্রই মদন বলে ওঠেন, ''আমি আপনার দেওয়া নির্দেশ যথাযথ পালন করছি।'' এরপরই মমতা পাল্টা প্রশ্ন করেন, ''তুমি রবীন্দ্র সংগীত ছাড়া আর কিছু গাইছ না তো?'' মদন উত্তর দেন, 'না শুধু রবীন্দ্র সংগীতই গাইছি।' দলনেত্রীর সস্নেহ উত্তর, ''ওকে। শুধু রবীন্দ্র সংগীত গাইবে।''