

এসসি, এসটি সেলের সভায় বক্তব্য শুরু করছিলেন তৃণমূলনেত্রী৷ আর তখন দর্শকাসনের সামনের দিকে প্ল্যাকার্ড হাতে কয়েকজন পার্শ্ব শিক্ষককে দেখেই রেগে আগুন মমতা বন্দ্যোপাধ্যায়৷ Photo-File


ক্ষুব্ধ মমতা এই ঘটনাকে প্রথমে চক্রান্ত বলে অভিযোগ করলেও বক্তব্যের শেষে বিক্ষোভকারীদের দু' জনকে ডেকে আলাদা করে কথা বলেন৷ বৃহস্পতিবার এমনই ঘটনা ঘটেছে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে৷


বৃহস্পতিবার কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে তৃণমূলের এসসি, এসটি সেলের সভা ছিল৷ সভার শেষ বক্তা ছিলেন তৃণমূলনেত্রী৷ কিন্তু মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করার মুখেই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের কয়েকজন সদস্য৷ কয়েকদিন আগে বিধানসভার বাইরেও আচমকা জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন এই সংগঠনের সদস্যরা৷


কসবার সভায় এই বিক্ষোভকারীদের দেখেই রেগে যান তৃণমূলনেত্রী৷ ক্ষুব্ধ মমতা বলেন, 'বসুন চুপ করে৷ কিচ্ছু হবে না এখানে৷ এটা এখানে বলার জায়গা না৷ দেখেছো, প্রত্যেকটা মিটিংয়ে তিন চারজন করে ঢুকিয়ে দিচ্ছে৷ আর চার পাঁচ দিন বাদে নির্বাচনের দিন ঘোষণা হবে৷ গত ক' বছর ধরে আপনাদের জন্য এত পরিশ্রম করছি৷ তার পরেও যদি প্রত্যেকে এসে বলে আমার এটা চাই, আমার ওটা চাই! চাইলেই তো হবে না, দেব কোথা থেকে? কোনটা বাকি আছে বলুন তো?'


তবে প্রথমে রেগে গেলেও বক্তৃতার শেষ দিকে বিক্ষোভকারীদের দু' জন প্রতিনিধিকে ডেকে নেন মুখ্যমন্ত্রী৷ তাঁদের দাবিও মন দিয়ে শোনেন তিনি৷ বিক্ষোভকারীদের ২৬ দফা দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি৷


বিক্ষোভকারী পার্শ্ব শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষা দফতর সহ বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর পরিবর্তন সহ নানা দাবিতে তদ্বির করেছেন তাঁরা৷ কিন্তু কাজের কাজ হয়নি৷ মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারেননি সংগঠনের সদস্যরা৷ বাধ্য হয়েই তাঁরা মুখ্যমন্ত্রীর সভায় এসে তাঁর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন৷