Madan Mitra : 'লাভলি' মদন মিত্র! পেগাসাস প্রতিবাদে শহরের পথে 'পক্ষীরাজ' নিয়ে 'রবিনহুড'
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Madan Mitra : এবার আর গরুর গাড়ি নয়, এবার তাঁর সঙ্গী কালো ঘোড়া! বুকে ঝোলানো প্ল্যাকার্ড বলছে, 'পেগাসাস'-ইস্যুতে প্রতিবাদের ময়দানে মদন। মাথায় কালো টুপি, মুখে কালো কাপড় আর চোখ কালো রোদ চশমায় ঢেকে এদিন ভবানীপুর এলাকায় প্রতিবাদ জানালেন মদন মিত্র। '
advertisement
এবার আর গরুর গাড়ি নয়, এবার তাঁর সঙ্গী কালো ঘোড়া! বুকে ঝোলানো প্ল্যাকার্ড বলছে, 'পেগাসাস'-ইস্যুতে প্রতিবাদের ময়দানে মদন। মাথায় কালো টুপি, মুখে কালো কাপড় আর চোখ কালো রোদ চশমায় ঢেকে এদিন ভবানীপুর এলাকায় প্রতিবাদ জানালেন মদন মিত্র। 'পক্ষীরাজ' ঘোড়ায় চেপে ফোনের মডেল নিয়ে এক অন্যরকম প্রতিবাদে মুখর হন তিনি। সেইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন কামারহাটি তৃণমূল বিধায়ক।এবার আর গরুর গাড়ি নয়, এবার তাঁর সঙ্গী কালো ঘোড়া! বুকে ঝোলানো প্ল্যাকার্ড বলছে, 'পেগাসাস'-ইস্যুতে প্রতিবাদের ময়দানে মদন। মাথায় কালো টুপি, মুখে কালো কাপড় আর চোখ কালো রোদ চশমায় ঢেকে এদিন ভবানীপুর এলাকায় প্রতিবাদ জানালেন মদন মিত্র। 'পক্ষীরাজ' ঘোড়ায় চেপে ফোনের মডেল নিয়ে এক অন্যরকম প্রতিবাদে মুখর হন তিনি। সেইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন কামারহাটি তৃণমূল বিধায়ক।এবার আর গরুর গাড়ি নয়, এবার তাঁর সঙ্গী কালো ঘোড়া! বুকে ঝোলানো প্ল্যাকার্ড বলছে, 'পেগাসাস'-ইস্যুতে প্রতিবাদের ময়দানে মদন। মাথায় কালো টুপি, মুখে কালো কাপড় আর চোখ কালো রোদ চশমায় ঢেকে এদিন ভবানীপুর এলাকায় প্রতিবাদ জানালেন মদন মিত্র। 'পক্ষীরাজ' ঘোড়ায় চেপে ফোনের মডেল নিয়ে এক অন্যরকম প্রতিবাদে মুখর হন তিনি। সেইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন কামারহাটি তৃণমূল বিধায়ক।
advertisement
advertisement
advertisement
advertisement