'অভিনব' শব্দটা যেন ক্রমশ বিকল্প হয়ে উঠছে মদন মিত্রের। বিধানসভায় অধিবেশনে হাজিরা থেকে পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ। সবেতেই অভিনবত্বের ছোঁয়া রেখে চলেছেন কামারহাটি বিধায়ক। এবার আবারও তাঁকে কলকাতার রাজপথে দেখা গেল অন্য মেজাজে।পেগাসাসের লোগো 'পক্ষীরাজ' ঘোড়াকেই করেছেন তাঁর প্রতীকী প্রতিবাদের অস্ত্র।
আর গরুর গাড়ি নয়, এবার তাঁর সঙ্গী কালো ঘোড়া! বুকে ঝোলানো প্ল্যাকার্ড বলছে, 'পেগাসাস'-ইস্যুতে প্রতিবাদের ময়দানে মদন। মাথায় কালো টুপি, মুখে কালো কাপড় আর চোখ কালো রোদ চশমায় ঢেকে এদিন ভবানীপুর এলাকায় প্রতিবাদ জানালেন মদন মিত্র। 'পক্ষীরাজ' ঘোড়ায় চেপে ফোনের মডেল নিয়ে এক অন্যরকম প্রতিবাদে মুখর হন তিনি। সেইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন কামারহাটি তৃণমূল বিধায়ক।