Kunal Ghosh on SIR: 'চুপি চুপি কারচুপি, ২০০২-এ নাম থাকলেও কেটে দেওয়া হচ্ছে!' বিস্ফোরক কুণাল ঘোষ! অশোকনগরের বুথে ৯০০ ভোটারের নাম বাদ!

Last Updated:
Kunal Ghosh on SIR: অভিষেকের এই আক্রমণের পরই এবার বিস্ফোরক অভিযোগ তুলল শাসক দল তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষের বিরাট দাবি।
1/6
কলকাতা: এসআইআর ইস্যুতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারেবারে বাংলা দখলে ব্যর্থ হওয়ায় এবার কমিশনকে দিয়ে প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে ভুয়ো ভোটার ঢুকিয়ে বাংলার ভোটার লিস্টই বদলে দিতে চাইছে বিজেপি। আগেও এই অভিযোগ করেছে তৃণমূল।
কলকাতা: এসআইআর ইস্যুতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারেবারে বাংলা দখলে ব্যর্থ হওয়ায় এবার কমিশনকে দিয়ে প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে ভুয়ো ভোটার ঢুকিয়ে বাংলার ভোটার লিস্টই বদলে দিতে চাইছে বিজেপি। আগেও এই অভিযোগ করেছে তৃণমূল।
advertisement
2/6
বুধবার এ প্রসঙ্গে আরও একধাপ এগিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন,
বুধবার এ প্রসঙ্গে আরও একধাপ এগিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, "আজ নয় কাল কিন্তু সরকার পাল্টাবে জ্ঞানেশবাবু, তখন দেশ ছেড়ে পালাবেন না। যেখানে যাবেন খুঁজে বের করব।"
advertisement
3/6
আর অভিষেকের এই আক্রমণের পরই এবার বিস্ফোরক অভিযোগ তুলল শাসক দল তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ''মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে প্রতিটি কর্মীকে এলাকায় নজর রাখতে, একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়।''
আর অভিষেকের এই আক্রমণের পরই এবার বিস্ফোরক অভিযোগ তুলল শাসক দল তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ''মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে প্রতিটি কর্মীকে এলাকায় নজর রাখতে, একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়।''
advertisement
4/6
কুণালের সংযোজন, ''চুপি চুপি ভোটে কারচুপি হচ্ছে। নাম বাদ দেওয়া হচ্ছে ইচ্ছে করে। ২০০২ ভোটার লিস্টের নাম থাকাটা একটা অন্যতম মাপকাঠি। কিন্তু দেখা যাচ্ছে ২০০২-এর যে ভোটার লিস্ট, যার হার্ড কপি আছে, তাতে নাম আছে অথচ ডিজিটালে কমিশনের আপলোড কপিতে নাম নেই।''
কুণালের সংযোজন, ''চুপি চুপি ভোটে কারচুপি হচ্ছে। নাম বাদ দেওয়া হচ্ছে ইচ্ছে করে। ২০০২ ভোটার লিস্টের নাম থাকাটা একটা অন্যতম মাপকাঠি। কিন্তু দেখা যাচ্ছে ২০০২-এর যে ভোটার লিস্ট, যার হার্ড কপি আছে, তাতে নাম আছে অথচ ডিজিটালে কমিশনের আপলোড কপিতে নাম নেই।''
advertisement
5/6
এখানেই না থেমে কুণাল ঘোষ আরও বলেন, ''SIR হওয়ার আগেই নাম বাদ দেওয়া হচ্ছে। বিরাট কেলেঙ্কারি। বিজেপির পার্টি অফিস থেকে নাম ঠিক করা হচ্ছে, কে বাদ যাবে। অনেক হিন্দু ভোটারের নাম বাদ গিয়েছে। অশোকনগরের ১৫৯ বুথে ৯০০ ভোটারের নাম উড়িয়ে দিয়েছে। ২০০২ ভোটার তালিকায় তাদের নাম ছিল।''
এখানেই না থেমে কুণাল ঘোষ আরও বলেন, ''SIR হওয়ার আগেই নাম বাদ দেওয়া হচ্ছে। বিরাট কেলেঙ্কারি। বিজেপির পার্টি অফিস থেকে নাম ঠিক করা হচ্ছে, কে বাদ যাবে। অনেক হিন্দু ভোটারের নাম বাদ গিয়েছে। অশোকনগরের ১৫৯ বুথে ৯০০ ভোটারের নাম উড়িয়ে দিয়েছে। ২০০২ ভোটার তালিকায় তাদের নাম ছিল।''
advertisement
6/6
এরপরই মতুয়াদের প্রসঙ্গ তুলে কুণাল বলেন, ''মতুয়া শ্রেণীকে ওরা ধরে নিয়েছে, ওরা কিছু বোঝে না। সিটিজেনশিপ অ্যাক্ট মেনে যারা আবেদন করেছে তাদের নাম কেটে গেলে ক্যাম্প থেকে থেকে একটা সার্টিফিকেট দিয়ে দেবে, এটা হতে পারেনা। মতুয়াদের বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। ওদের (বিজেপি) তিন জন ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছে।''
এরপরই মতুয়াদের প্রসঙ্গ তুলে কুণাল বলেন, ''মতুয়া শ্রেণীকে ওরা ধরে নিয়েছে, ওরা কিছু বোঝে না। সিটিজেনশিপ অ্যাক্ট মেনে যারা আবেদন করেছে তাদের নাম কেটে গেলে ক্যাম্প থেকে থেকে একটা সার্টিফিকেট দিয়ে দেবে, এটা হতে পারেনা। মতুয়াদের বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। ওদের (বিজেপি) তিন জন ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছে।''
advertisement
advertisement
advertisement