Kolkata Rain: পূর্বাভাস মতো অষ্টমীর রাত থেকেই শুরু বিক্ষিপ্ত বৃষ্টি ! নবমী থেকেই ভাসবে বঙ্গ

Last Updated:
Kolkata Rain: ছাড় নেই দশমীতেও। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ক্ষেপে ক্ষেপে ভারি বৃষ্টিপাত হবে বলেই দাবি হাওয়া দফতরের।
1/5
পূর্বাভাস আগেই ছিল পুজোতে বৃষ্টি হওয়ার। সেই কথা মতো পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় অষ্টমীর রাত থেকেই শুরু হল বৃষ্টি। photo source collected
পূর্বাভাস আগেই ছিল পুজোতে বৃষ্টি হওয়ার। সেই কথা মতো পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় অষ্টমীর রাত থেকেই শুরু হল বৃষ্টি। photo source collected
advertisement
2/5
উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় আগেই ছিল বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস। সেই মতো অষ্টমীর রাত থেকেই শুরু হল বৃষ্টি। photo source collected
উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় আগেই ছিল বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস। সেই মতো অষ্টমীর রাত থেকেই শুরু হল বৃষ্টি। photo source collected
advertisement
3/5
কলকাতাতেও বেশ কিছু জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আন্দামান সাগরে নিম্নচাপের জেরেই এই বৃষ্টি। এই বৃষ্টি আসার কথা আর একটু আগেই ছিল। তবে নিম্নচাপ পিছিয়ে যাওয়ায় বৃষ্টিও অষ্টমী থেকে শুরু হল। photo source collected
কলকাতাতেও বেশ কিছু জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আন্দামান সাগরে নিম্নচাপের জেরেই এই বৃষ্টি। এই বৃষ্টি আসার কথা আর একটু আগেই ছিল। তবে নিম্নচাপ পিছিয়ে যাওয়ায় বৃষ্টিও অষ্টমী থেকে শুরু হল। photo source collected
advertisement
4/5
নবমীতেও বেশ কিছু জায়গায় রয়েছে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা। photo source collected
নবমীতেও বেশ কিছু জায়গায় রয়েছে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা। photo source collected
advertisement
5/5
ছাড় নেই দশমীতেও। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ক্ষেপে ক্ষেপে ভারি বৃষ্টিপাত হবে বলেই দাবি হাওয়া দফতরের। বৃষ্টি বাড়ার সম্ভাবনা রবিবার থেকে। photo source collected
ছাড় নেই দশমীতেও। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ক্ষেপে ক্ষেপে ভারি বৃষ্টিপাত হবে বলেই দাবি হাওয়া দফতরের। বৃষ্টি বাড়ার সম্ভাবনা রবিবার থেকে। photo source collected
advertisement
advertisement
advertisement