#কলকাতা: মার্চের শুরু থেকেই আরও গরমের বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী দুই দিনের মধ্যেই কলকাতার (Kolkata Weather) তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। অর্থাৎ, মার্চের শুরু থেকেই গরমের ভোগান্তি বাড়াবে।
2/ 5
কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা ধোঁয়াশা। পরে পরিষ্কার আকাশ থাকবে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যায় শীতের আমেজ উধাও। বেলা বাড়লে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি দুটোই বাড়বে।
3/ 5
আগামী দু’তিন দিনের মধ্যেই কলকাতার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি পর্যন্ত হতে পারে। তবে দক্ষিণবঙ্গের কোনও জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে।
4/ 5
উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী চারপাঁচ দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি কোন জেলাতেই বৃষ্টির কোন সম্ভাবনা নেই তেমন।
5/ 5
আগামী কয়েকদিন বাড়বে তাপমাত্রা। রাতের তাপমাত্রা খুব একটা না বাড়লেও দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী চার পাঁচ দিনে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। রাতের তাপমাত্রা কলকাতায় ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আর দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।