• একে করোনার ঘায়ে নাস্তানাবুদ গোটা দেশ, বাংলাও ক্রমাগত লড়াই চালাচ্ছে এই পরিস্থিতির সঙ্গে । তার উপর রয়েছে লকডাউনের যন্ত্রণা । কিন্তু এই সবকিছুকে ছাপিয়ে এখন বুক ভরা হাহাকার নিয়ে এখন শুধুই আমফানের স্মৃতি । লকডাউনের জেরে চরম আর্থিক ক্ষতির মুখে গোটা রাজ্য । তার উপর এই ঘূর্ণিঝড় যেন একেবারে শুইয়ে দিয়ে গেল বাংলাকে ।