Kolkata Police | KMC Elections 2021: জলে-স্থলে পেট্রোলিং, ১৪০ বাইকের চড়কিপাক, 'অগ্নিপরীক্ষা' জিততে মরিয়া কলকাতা পুলিশ
- Published by:Suman Biswas
Last Updated:
Kolkata Police | KMC Elections 2021: কলকাতা পুরভোটে সমস্ত বুথে সিসিটিভি-র ব্যবস্থা করেছে রাজ্য নির্বাচন কমিশন। সিসিটিভির পাশাপাশি সব বুথে থাকছে সশস্ত্র বাহিনীও।
advertisement
আদালতের পর্যবেক্ষণে এই নির্বাচন হচ্ছে। এদিন সকাল থেকেই প্রতিটি বুথে কড়া পুলিশ প্রহরা। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত সমস্যার অভিযোগ উঠলেও, প্রথম ঘণ্টায় কলকাতায় শান্তিপূর্ণ ভোট। ভোটের আগে থেকেই অবশ্য শহরের বিভিন্ন প্রবেশ পথে নাকা চেকিং করতে দেখা গিয়েছে পুলিশকে। চারচাকা থেকে আরম্ভ করে দু চাকা, সঙ্গে থাকা ব্যাগ থেকে আরম্ভ করে গাড়ির সিটের তলা। সমস্ত কিছুই তল্লাশি করেছে পুলিশ।
advertisement
শহরের বিভিন্ন হোটেলের রেজিস্টার থেকে আরম্ভ করে সমস্ত কিছু তল্লাশি চালানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। আজ শান্তিতে নির্বিঘ্নে নির্বাচন করানো কলকাতা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। কলকাতা পুলিশের ২৩ হাজার কর্মীকে ভোটের কাজে নামানো হয়েছে। রাজ্য পুলিশের তরফ থেকে ৫৫০০ ফোর্স মোতায়েন করা হয়েছে। ভোট কেন্দ্র থেকে দুশো মিটার অবধি ১৪৪ ধারা জারি থাকবে। সমস্ত স্পর্শ কাতর এলাকাতে ২৫ টি QRT টিম থাকছে। থাকছে ৩৪ টি HRFS টিম।
advertisement
আজ ১৪০ টি মোটরসাইকেল পেট্রোলিং করবে কলকাতা জুড়ে। কলকাতায় ঢোকার প্রবেশপথগুলোতে মোট ৫০ টি জায়গায় রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ সম্মিলিতভাবে নাকা চেকিং করছে। সঙ্গে হুগলি নদীতে রিভার পুলিশ পেট্রোলিংয়ে থাকছে। প্রতিটি বুথে একজন করে সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার থাকবেন।সঙ্গে অন্যান্য ফোর্সও থাকছে।
advertisement
প্রতিটি বুথের মধ্যে সিসিটিভি লাগিয়েছে নির্বাচন কমিশন। বুথের ভিতরে যদি কোন অভিযোগ তৈরি হয়, সেটি যাতে ক্যামেরাবন্দি হয় ।কমিশন এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সক্রিয় থাকবেন তাঁরা।