Weather Forecast: বঙ্গোপসাগর ও আরবসাগরে সক্রিয় মৌসুমী বায়ু, ‘এই’ সব জায়গাতেই জারি বৃষ্টি

Last Updated:
Weather Update: কলকাতা (Kolkata Weather) সহ গোটা বাংলা ও দেশে আবহাওয়া আজ কেমন থাকবে, কী বলছে মৌসম ভবন৷
1/7
#কলকাতা: পূর্বাভাস ছিলই আর সেই মতো প্রবল বৃষ্টিতে ভাসছে দেশের একাধিক রাজ্য৷ এদিকে আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিকবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ সকাল পরিষ্কার হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত৷ Photo Courtesy- IMD/ Sattelite Pic
#কলকাতা: পূর্বাভাস ছিলই আর সেই মতো প্রবল বৃষ্টিতে ভাসছে দেশের একাধিক রাজ্য৷ এদিকে আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিকবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ সকাল পরিষ্কার হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত৷ Photo Courtesy- IMD/ Sattelite Pic
advertisement
2/7
উত্তরবঙ্গেও এখনও অবধি বৃষ্টি থেকে নিষ্কৃতি নেই৷ উত্তরবঙ্গের একাধিক জেলাতে চলবে বৃষ্টি৷ এদিকে দেশের একাধিক অংশে বৃষ্টির পূর্বাভাস মৌসম বিভাগের (IMD)৷ দিল্লি -এনসিআর সংলগ্ন এলাকায় বৃষ্টি হবে৷ গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ সহ একাধিক এলাকায় মধ্যম থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি৷ বজ্র-বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে ভাসবে একাধিক এলাকা৷ Photo- File
উত্তরবঙ্গেও এখনও অবধি বৃষ্টি থেকে নিষ্কৃতি নেই৷ উত্তরবঙ্গের একাধিক জেলাতে চলবে বৃষ্টি৷ এদিকে দেশের একাধিক অংশে বৃষ্টির পূর্বাভাস মৌসম বিভাগের (IMD)৷ দিল্লি -এনসিআর সংলগ্ন এলাকায় বৃষ্টি হবে৷ গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ সহ একাধিক এলাকায় মধ্যম থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি৷ বজ্র-বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে ভাসবে একাধিক এলাকা৷ Photo- File
advertisement
3/7
হরিয়াণা, রাজস্থানের উত্তর এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ এদিকে রাজস্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে৷ এখানে আগামী কয়েকদিন মৌসুমী বায়ু সক্রিয় থাকবে৷ Photo- File
হরিয়াণা, রাজস্থানের উত্তর এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ এদিকে রাজস্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে৷ এখানে আগামী কয়েকদিন মৌসুমী বায়ু সক্রিয় থাকবে৷ Photo- File
advertisement
4/7
রাজস্থানে সক্রিয় মৌসুমী বায়ুর জন্য বিভিন্ন এলাকায় হালকা থেকে মধ্যম মাত্রার বৃষ্টি হবে৷ মঙ্গলবার দুপুরে অবশ্য জয়পুরের একাধিক এলাকায় বৃষ্টির জন্য গরম থেকে মুক্তি মেলে৷ এদিন জয়পুরে ৩৩.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে৷ Photo- File
রাজস্থানে সক্রিয় মৌসুমী বায়ুর জন্য বিভিন্ন এলাকায় হালকা থেকে মধ্যম মাত্রার বৃষ্টি হবে৷ মঙ্গলবার দুপুরে অবশ্য জয়পুরের একাধিক এলাকায় বৃষ্টির জন্য গরম থেকে মুক্তি মেলে৷ এদিন জয়পুরে ৩৩.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে৷ Photo- File
advertisement
5/7
ইতিমধ্যে মুম্বই সংলগ্ন এলাকায় মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে৷ যার জেরে ভারী বৃষ্টি হচ্ছে৷ প্রবল বৃষ্টিতে ভূমিস্খলনের ঘটনা ঘটেছে৷ ইতিমধ্যেই বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে গেছে৷ Photo Courtesy- IMD/ Sattelite Pic
ইতিমধ্যে মুম্বই সংলগ্ন এলাকায় মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে৷ যার জেরে ভারী বৃষ্টি হচ্ছে৷ প্রবল বৃষ্টিতে ভূমিস্খলনের ঘটনা ঘটেছে৷ ইতিমধ্যেই বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে গেছে৷ Photo Courtesy- IMD/ Sattelite Pic
advertisement
6/7
আইএমডি -র রিপোর্ট অনুযায়ি বিভিন্ন এলাকা ২০ থেকে ৭০ মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে৷ যান চলাচল প্রভাবিত হয়েছে৷ বুধবারও বৃষ্টির হাত থেকে মুক্তির আশা নেই৷ Photo- File
আইএমডি -র রিপোর্ট অনুযায়ি বিভিন্ন এলাকা ২০ থেকে ৭০ মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে৷ যান চলাচল প্রভাবিত হয়েছে৷ বুধবারও বৃষ্টির হাত থেকে মুক্তির আশা নেই৷ Photo- File
advertisement
7/7
আরব সাগরে সক্রিয় নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি জারি রয়েছে৷ বিভিন্ন এলাকায় এর সঙ্গে বাজ পড়ছে৷ গুজরাতের উমরগ্রামে ২২৫ মিলিমিটার, ও বাপি এলাকায় ১০৯ মিমি বৃষ্টি হয়েছে৷ একাধিক এলাকায় আগামী ২৪ ঘণ্টাতেও প্রবল বৃষ্টি জারি থাকবে৷ Photo- File
আরব সাগরে সক্রিয় নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি জারি রয়েছে৷ বিভিন্ন এলাকায় এর সঙ্গে বাজ পড়ছে৷ গুজরাতের উমরগ্রামে ২২৫ মিলিমিটার, ও বাপি এলাকায় ১০৯ মিমি বৃষ্টি হয়েছে৷ একাধিক এলাকায় আগামী ২৪ ঘণ্টাতেও প্রবল বৃষ্টি জারি থাকবে৷ Photo- File
advertisement
advertisement
advertisement