• কলকাতা শহরের লাইফলাইন বলা হয় মেট্রোকে ৷ প্রতিদিন হাজার হাজার যাত্রীকে নির্ঞ্ঝাটে শহরের উত্তর থেকে দক্ষিণে পৌঁছে দিচ্ছে মাটির তলার এই একটিমাত্র যান ৷ যানজট ধোঁয়া-ধূলো, শব্দ ছাড়া সকাল থেকে রাত পর্যন্ত নিরলস ছুটে চলেছে মেট্রো ৷ তাই প্রতিবারের মতো এ বছরও পুজোর কয়েকটা দিনে মেট্রোর উপর শহরবাসীর নির্ভরতা থাকবেই ৷ কারণ যানজট ছাড়া একমাত্র এই যানেই নিমেষে পৌঁছে যাওয়া যায় শহরের বিভিন্ন প্রান্তে ৷ এবার দেখে নেওয়া যাক, পুজোর ক’টা দিন কখন কখন চলবে সেই ভরসার পাতালরেল ? জেনে নিন সম্পূর্ণ সময়সূচী ৷
• চতুর্থী(শনিবার): এ বছর চতুর্থী থেকেই শুরু হবে মেট্রো রেলের পুজো স্পেশ্যাল পরিষেবা ৷ চতুর্থীর দিন অর্থাৎ শনিবার মোট ট্রেন চলবে ২৮৪টি ৷ সকাল ৮টা এবং ৮:১৫-তে ট্রেন চলবে ১৫ মিনিট অন্তর ৷ এরপর ৮:১৫-৯:১৫ পর্যন্ত ১০ মিনিট অন্তর, ৯:১৫-৯:৩৯ পর্যন্ত ৮ মিনিট অন্তর, ৯:৩৯-রাত১০:১২ পর্যন্ত ৫,৬,৭ মিনিট অন্তর, ১০:১২-১০ছ২০ পর্যন্ত ৮ মিনিট অন্তর, ১০:২০-১১:১০ পর্যন্ত ১০ মিনিট অন্তর ৷
• ষষ্ঠী(সোমবার): এদিন ট্রেন চলবে ৩০০টি ৷ সব থেকে বেশি ট্রেন চালানো হবে এই দিনেই ৷ সকাল ৮টা এবং ৮:১৫-তে ট্রেন চলবে ১৫ মিনিট অন্তর ৷ এরপর ৮:১৫-৯:১৫ পর্যন্ত ১০ মিনিট অন্তর, ৯:১৫-রাত১০:১৫ পর্যন্ত ৫,৬ মিনিট অন্তর, ১০:১৫-১০:২২ পর্যন্ত ৭ মিনিট পর্যন্ত, ১০:২২-১০:৩০ পর্যন্ত ৮ মিনিট অন্তর, ১০:৩০-১১:১০ পর্যন্ত ৪ মিনিট অন্তর চলবে মেট্রো ৷