Kasba Law College Update: আইন কলেজের ছাত্রীর অভিযোগের তদন্ত করতে গিয়ে এবার রক্তের দাগও পেল পুলিশ, চাদরে -মেঝেতে আর কোথায়, কোথায়...

Last Updated:
Kasba Law College Update: আইন কলেজের ছাত্রীর অভিযোগের তদন্ত করতে গিয়ে এবার রক্তের দাগও পেল পুলিশ, চাদরে -মেঝেতে আর কোথায়, কোথায়...
1/4
কলকাতা: কসবা আইন কলেজ কাণ্ডে ধর্ষিতা ছাত্রীর অভিযোগের পর তদন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে৷ প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তার সহযোগীরা এই মুহূর্তে জেলে৷ তারই মধ্যে মারাত্মক অভিযোগ ওঠা এই কেসের তদন্ত চলছে৷ Photo- File 
কলকাতা: কসবা আইন কলেজ কাণ্ডে ধর্ষিতা ছাত্রীর অভিযোগের পর তদন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে৷ প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তার সহযোগীরা এই মুহূর্তে জেলে৷ তারই মধ্যে মারাত্মক অভিযোগ ওঠা এই কেসের তদন্ত চলছে৷ Photo- File
advertisement
2/4
বাজেয়াপ্ত চারটি মোবাইলের ফরেন্সিক রিপোর্ট হাতে পেল লালবাজার৷ মনোজিৎ মিশ্র, তাঁর দুই সহযোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য সংগ্রহ করা হয়েছে৷  Photo- File
বাজেয়াপ্ত চারটি মোবাইলের ফরেন্সিক রিপোর্ট হাতে পেল লালবাজার৷ মনোজিৎ মিশ্র, তাঁর দুই সহযোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য সংগ্রহ করা হয়েছে৷  Photo- File
advertisement
3/4
বুধবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে চার অভিযুক্তের গেট প‍্যাটার্ন টেস্ট করবে তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজে চার অভিযুক্তের হাঁটা চলার যে ভিডিও ফুটেজ সংগ্রহ করে এক্সজামিন করা হয়েছে। সংশোধনাগারে গিয়ে ফুটেজের সঙ্গে অভিযুক্তদের মুভমেন্ট পরীক্ষা করা হবে৷ Photo- File
বুধবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে চার অভিযুক্তের গেট প‍্যাটার্ন টেস্ট করবে তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজে চার অভিযুক্তের হাঁটা চলার যে ভিডিও ফুটেজ সংগ্রহ করে এক্সজামিন করা হয়েছে। সংশোধনাগারে গিয়ে ফুটেজের সঙ্গে অভিযুক্তদের মুভমেন্ট পরীক্ষা করা হবে৷ Photo- File
advertisement
4/4
কলেজের দুটো জায়গা থেকে রক্তের নমুনা মিলেছে।১। ইউনিয়ন রুমের মেঝেতে ২। গার্ড রুম, হলুদ রঙের বেড শিট বা চাদরে মিলেছে রক্তের নমুনা Photo- File
কলেজের দুটো জায়গা থেকে রক্তের নমুনা মিলেছে।১। ইউনিয়ন রুমের মেঝেতে২। গার্ড রুম, হলুদ রঙের বেড শিট বা চাদরে মিলেছে রক্তের নমুনা Photo- File
advertisement
advertisement
advertisement