হোম » ছবি » কলকাতা » দক্ষিণেশ্বরে ভবতারিণী দর্শনের লাইন, মন্দির খোলা থাকবে গভীর রাত পর্যন্ত
দক্ষিণেশ্বরে ভবতারিণী দর্শনের লাইন, মন্দির খোলা থাকবে গভীর রাত পর্যন্ত
Bangla Editor
1/ 5
পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। কোভিড সংক্রমণের কথা মাথায় রেখেই দক্ষিণেশ্বরে পুজোর আয়োজন চলছে। থাকছে অনলাইনে পুজো দেখারও সুযোগ। তবে বেলা গড়াতেই নানা জায়গা থেকে অল্প সংখ্য়ক হলও ভিড় জমাতে শুরু করেছেন ভক্তরা।
2/ 5
এদিন মন্দির কর্তৃপক্ষ সকাল ৭টা থকে রাত ৩ টে পর্যন্ত মন্দিরের দরজা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিন মন্দির কর্তৃপক্ষ সকাল ৭টা থকে রাত ৩ টে পর্যন্ত মন্দিরের দরজা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।
3/ 5
এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ ভোগ নিবেদন করা হয় মা ভবতারিণীর কাছে। এরপর দুপুর ১টা নাগাদ ভোগ আরতি অনুষ্ঠিত হয়।
4/ 5
এবছর মন্দিরের চারধারে সেই চেনা ভিড় উধাও। তবে আলোর মালায় সেজেছে মন্দির।
5/ 5
সূর্যাস্তের পর এমনই অসামান্য দেখাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরকে।