*তবে লোকাল ট্রেন চলাচল শুরু হয়ে যাওয়ার কারণে মানুষের উপস্থিতি ছিল সকাল থেকে চোখে পড়ার মতন। বেলা যত বাড়বে তত মানুষের ভিড় বাড়বে মন্দির চত্বরে। সকাল থেকেই অবশ্য শারীরিক দূরত্ব মেনেই লাইন রয়েছে মন্দিরে। এবার কোনও ভক্তকেই ফুল নিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মন্দিরের চাতালে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। সেদিকে নজর রাখা হচ্ছে। বাইরে ডালা আর্কেড ও পঞ্চবটী চত্বরেও ভিড় করতে দেওয়া হচ্ছে না। নজরদারি রয়েছে স্কাই ওয়াকেও।