‘সবে তো তাসের ৫২ পাতার মধ্যে প্রথম পাতা খুলল’, শুভেন্দুর ইস্তফার পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য কৈলাসের
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
তৃণমূলের রক্তক্ষরণ আরও বাড়তে চলেছে ইঙ্গিত কৈলাসের
মঙ্গলে উষা, বুধে পা, যথা ইচ্ছা তথা যা ৷ বিধায়ক পদে শুভেন্দুর ইস্তফায় বুধের রাজ্য রাজনীতি প্রবল সরগরম ৷ সেই উত্তেজনার পারদ আরও খানিকটা চড়ল কৈলাস বিজয়বর্গীর মন্তব্যে ৷ শুধু শুভেন্দু অধিকারীই নয়, শাসক দল ছেড়ে বিজেপিতে যোগ দিতে আসছেন আরও বড় বড় নেতা-মন্ত্রীরা ৷ এমনটাই দাবি রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীর ৷
advertisement
এদিন শুভেন্দু অধিকারীর ইস্তফার পরে NEWS18 বাংলায নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘জেপি নাড্ডার গাড়িতে হামলার দিনই বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো গুণতি শুরু হয়ে গিয়েছে ৷ সবে তো তাসের ৫২ পাতার মধ্যে প্রথম পাতা খুলল ৷ অপেক্ষা করুন আর দেখুন আগে আগে হোতা হ্যায় ক্যায়া ৷’
advertisement
advertisement
তৃণমূল থেকে ৫০-এরও বেশি নেতা-মন্ত্রী ও সাংসদের বিজেপিতে যোগ দেওয়ার দাবি নরেন্দ্র মোদি-অমিত শাহ থেকে দিলীপ ঘোষ সৌমিত্র খাঁয়ের মুখে পর্যন্ত শোনা গিয়েছে ৷ বিজেপি বার বার দাবি করে এসেছে, বহু তৃণমূল নেতা মন্ত্রীরা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন ৷ শুভেন্দুর পদত্যাগের সঙ্গে সঙ্গে একের পর এক তৃণমূল বিধায়ক, সাংসদের বেসুরো কথাবার্তা ও ক্রিয়া কলাপ সে জল্পনার সত্যি হওয়ার ইঙ্গিত দিচ্ছে ৷