June Malia Raj Charkrabarty|'ওরা আবার ত্রিপুরা যাবে', আহত জয়া-সুদীপদের পাশে জুন-রাজ

Last Updated:
June Malia Raj Charkrabarty| তারুণ্যেই ভরসা জুন মালিয়া রাজ চক্রবর্তীদের।
1/4
লড়াই থামিও না সাথী, আমরা তোমাদের সাথেই আছি। ত্রিপুরায় আক্রান্ত যুবনেতাদের সঙ্গে এসএসকেএম হাসপাতালে দেখা করে এমনটাই বার্তা দিলেন তৃণমূল বিধায়ক, জুন মালিয়া রাজ চক্রবর্তীরা।
লড়াই থামিও না সাথী, আমরা তোমাদের সাথেই আছি। ত্রিপুরায় আক্রান্ত যুবনেতাদের সঙ্গে এসএসকেএম হাসপাতালে দেখা করে এমনটাই বার্তা দিলেন তৃণমূল বিধায়ক, জুন মালিয়া রাজ চক্রবর্তীরা।
advertisement
2/4
 তাঁদের চিকিৎসা শুরু হয় এসএসকেএম হাসপাতালে। সুদীপের চোট মাথায়। আর জয়ার চোট রয়েছে শরীরের অন্যান্য স্থানে। আজ ওঁদের উৎসাহ দিয়ে জুন ট্যুইটে লেখেন, ওরা আবার ত্রিপুরা যাবে।
তাঁদের চিকিৎসা শুরু হয় এসএসকেএম হাসপাতালে। সুদীপের চোট মাথায়। আর জয়ার চোট রয়েছে শরীরের অন্যান্য স্থানে। আজ ওঁদের উৎসাহ দিয়ে জুন ট্যুইটে লেখেন, ওরা আবার ত্রিপুরা যাবে।
advertisement
3/4
এই মুহূর্তে সুদীপ এবং জয়া এসএসকেএম হাসপাতালে ভর্তি। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে দেখা করে গিয়েছেন। দেখা করেছেন অনুব্রত মণ্ডল। আজ জুন মালিয়া রাজ চক্রবর্তী ও তাদের সঙ্গে দেখা করলেন।
এই মুহূর্তে সুদীপ এবং জয়া এসএসকেএম হাসপাতালে ভর্তি। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে দেখা করে গিয়েছেন। দেখা করেছেন অনুব্রত মণ্ডল। আজ জুন মালিয়া রাজ চক্রবর্তী ও তাদের সঙ্গে দেখা করলেন।
advertisement
4/4
গত শনিবারের ঘটনা। ত্রিপুরার আমবাসা যাওয়ার পথে আক্রান্ত হন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তরা। নিরাপত্তা দেওয়া তো দূরে থাক ত্রিপুরা পুলিশ পরের দিন উল্টে মহামারী আইনে তাঁদের গ্রেফতার করে। প্রায় ২৪ ঘন্টা তুমুল নাটকের পর জামিন পান দেবাংশুরা। সুদীপ জয়াদের শহরে নিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজে।
গত শনিবারের ঘটনা। ত্রিপুরার আমবাসা যাওয়ার পথে আক্রান্ত হন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তরা। নিরাপত্তা দেওয়া তো দূরে থাক ত্রিপুরা পুলিশ পরের দিন উল্টে মহামারী আইনে তাঁদের গ্রেফতার করে। প্রায় ২৪ ঘন্টা তুমুল নাটকের পর জামিন পান দেবাংশুরা। সুদীপ জয়াদের শহরে নিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজে।
advertisement
advertisement
advertisement