Janmashtami 2022: জন্মাষ্টমীর আগেই পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সকলের সুস্বাস্থ্য কামনা মুখ্যমন্ত্রীর

Last Updated:
CM Mamata Banerjee on Janmashtami: জন্মাষ্টমীতে অনেক প্রদেশেই ‘দহি হান্ডি’ও পালন করা হয়।
1/5
জন্মাষ্টমীর সূচনার আগেই পুজো দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জন্মাষ্টমীর আগে প্রার্থনা করে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী!
জন্মাষ্টমীর সূচনার আগেই পুজো দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জন্মাষ্টমীর আগে প্রার্থনা করে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী!
advertisement
2/5
১৮ অগাস্ট শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী পালিত হবে সারা দেশজুড়ে। শাস্ত্রমতে, ভাদ্রমাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রীবিষ্ণুর অষ্টম অবতার শ্রী কৃষ্ণের। সেই থেকেই জন্মাষ্টমী পালন করার প্রথা।
১৮ অগাস্ট শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী পালিত হবে সারা দেশজুড়ে। শাস্ত্রমতে, ভাদ্রমাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রীবিষ্ণুর অষ্টম অবতার শ্রী কৃষ্ণের। সেই থেকেই জন্মাষ্টমী পালন করার প্রথা।
advertisement
3/5
১৮ অগাস্ট সারা দেশজুড়েই পালিত হবে জন্মাষ্টমীতে অনেক প্রদেশেই ‘দহি হান্ডি’ও পালন করা হয়। শিশু কৃষ্ণ মাখন চুরি করে খেত বলে এই দিনটিকে বিশেষ নাম দিয়ে পালন করা হয়।
১৮ অগাস্ট সারা দেশজুড়েই পালিত হবে জন্মাষ্টমীতে অনেক প্রদেশেই ‘দহি হান্ডি’ও পালন করা হয়। শিশু কৃষ্ণ মাখন চুরি করে খেত বলে এই দিনটিকে বিশেষ নাম দিয়ে পালন করা হয়।
advertisement
4/5
এ বছর সপ্তমী তিথি ১৮ অগাস্ট রাত ০৯.২০ পর্যন্ত চলবে এবং এর পরে অষ্টমী তিথি শুরু হবে। যা পরের দিন অর্থাৎ ১৯ অগাস্ট রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত থাকবে। অনেকেই জন্মাষ্টমীর আগের দিন থেকে নিরামিষ আহার করেন। জন্মাষ্টমীর দিন সকাল থেকে রাত পর্যন্ত উপোস করে থাকেন।
এ বছর সপ্তমী তিথি ১৮ অগাস্ট রাত ০৯.২০ পর্যন্ত চলবে এবং এর পরে অষ্টমী তিথি শুরু হবে। যা পরের দিন অর্থাৎ ১৯ অগাস্ট রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত থাকবে। অনেকেই জন্মাষ্টমীর আগের দিন থেকে নিরামিষ আহার করেন। জন্মাষ্টমীর দিন সকাল থেকে রাত পর্যন্ত উপোস করে থাকেন।
advertisement
5/5
অনেকে গোপালকে লাড্ডু ভোগে দেন। তবে অবশ্যই তা সকালে দিতে হয়। রাতের পুজোয় সেক্ষেত্রে নিয়ম হল চিনি মিছরি এবং শুকনো ফল নিবেদন করা। ব্রতভঙ্গের পর নিরামিষ আহার।
অনেকে গোপালকে লাড্ডু ভোগে দেন। তবে অবশ্যই তা সকালে দিতে হয়। রাতের পুজোয় সেক্ষেত্রে নিয়ম হল চিনি মিছরি এবং শুকনো ফল নিবেদন করা। ব্রতভঙ্গের পর নিরামিষ আহার।
advertisement
advertisement
advertisement