'বাবা হয়ে মেয়ের পিণ্ডদান করব...', মেয়ের পারলৌকিক ক্রিয়াতেই ভেঙে পড়লেন যাদবপুরের ছাত্রীর বাবা! তুললেন ভয়ঙ্কর অভিযোগ!

Last Updated:
Jadavpur Student Death: মেয়ের শ্রাদ্ধের দিনে দোষীদের শাস্তির দাবিতে বিচারের আশায় সোচ্চার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর বাবা। যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্য মৃত্যুর ধাক্কা এখনও কাটেনি। তবুও নিয়ম মেনে তাঁর নিমতার বাড়িতে আজ হচ্ছে পারলৌকিক ক্রিয়া-কাজ। বিশেষ দিনে মেয়ের বিচারের আশা ও দোষীদের শাস্তির দাবিতে ফের একবার সোচ্চার ছাত্রীর মা-বাবা।
1/9
মেয়ের শ্রাদ্ধের দিনে দোষীদের শাস্তির দাবিতে বিচারের আশায় সোচ্চার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর বাবা। যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্য মৃত্যুর ধাক্কা এখনও কাটেনি। তবুও নিয়ম মেনে তাঁর নিমতার বাড়িতে আজ হচ্ছে পারলৌকিক ক্রিয়া-কাজ। বিশেষ দিনে মেয়ের বিচারের আশা ও দোষীদের শাস্তির দাবিতে ফের একবার সোচ্চার ছাত্রীর মা-বাবা।
মেয়ের শ্রাদ্ধের দিনে দোষীদের শাস্তির দাবিতে বিচারের আশায় সোচ্চার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর বাবা। যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্য মৃত্যুর ধাক্কা এখনও কাটেনি। তবুও নিয়ম মেনে তাঁর নিমতার বাড়িতে আজ হচ্ছে পারলৌকিক ক্রিয়া-কাজ। বিশেষ দিনে মেয়ের বিচারের আশা ও দোষীদের শাস্তির দাবিতে ফের একবার সোচ্চার ছাত্রীর মা-বাবা।
advertisement
2/9
মেয়েটির মা-বাবার অভিযোগ,
মেয়েটির মা-বাবার অভিযোগ, "ওকে যেখানে পাওয়া গিয়েছে সেখানে কেউ ওকে ডেকে নিয়ে গিয়েছে। ওকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। কারণ ওর দুটো কনুইতেই ছড়ে যাওয়ার দাগ রয়েছে। ও সাঁতার জানে না এটা ওর বন্ধুরা জানত।"
advertisement
3/9
একইসঙ্গে রবিবার মেয়ের কথা বলতে গিয়ে তাঁরা বলেন,
একইসঙ্গে রবিবার মেয়ের কথা বলতে গিয়ে তাঁরা বলেন, "ও খুব ভাল ছাত্রী ছিল সমস্ত অনুষ্ঠানে ওর যোগদান ছিল।ওর শত্রুতা ছিল। ওকে হয়তো কেউ প্রপোজ করেছিল ও সাড়া দেয়নি, তাই হয়তো।"
advertisement
4/9
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীর বাবার আরও অভিযোগ,
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীর বাবার আরও অভিযোগ, "ওর ব্যাগ একজন প্রফেসর আমাকে দিয়েছিল। তাঁকে জিজ্ঞেস করলে তিনি জানান তাঁকে ওর বন্ধুরা ব্যাগটি দিয়েছিল সেই বন্ধুরা কারা? যে বন্ধুর কাছে ব্যাগ রেখে গেছে ওর যে ফোন রয়েছে তা ভাল করে চেক করা উচিত।"
advertisement
5/9
 "ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে তো মাদকের কথা রয়েছে। আপনার মেয়ে কি নেশা করত?" সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ছাত্রীর বাবা বলেন, ২২ বছর বয়সেও আমরা কোনদিন তাকে নেশা করতে দেখিনি। যদি ময়নাতদন্তে আমার মেয়ের শরীরে মাদক পাওয়া যায় তাহলে ওকে কেউ মাদক খাইয়ে পুকুরে ঠেলে ফেলে দিয়েছে।"
"ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে তো মাদকের কথা রয়েছে। আপনার মেয়ে কি নেশা করত?" সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ছাত্রীর বাবা বলেন, ২২ বছর বয়সেও আমরা কোনদিন তাকে নেশা করতে দেখিনি। যদি ময়নাতদন্তে আমার মেয়ের শরীরে মাদক পাওয়া যায় তাহলে ওকে কেউ মাদক খাইয়ে পুকুরে ঠেলে ফেলে দিয়েছে।"
advertisement
6/9
বাবা-মায়ের কথায়,
বাবা-মায়ের কথায়, "আমার মেয়ে গান-বাজনা হাতের কাজ করতে ও আঁকতে ভালবাসত। বিভিন্ন প্রতিযোগিতায় প্রচুর পুরস্কার ও সার্টিফিকেট পেয়েছে আমার মেয়ে। আমি ভাবতে পারিনি আমি বাবা হয়ে মেয়ের পিণ্ডদান করব। পুলিশ প্রশাসনের উপর আমাদের আস্থা আছে। আমার মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের উপযুক্ত শাস্তি আমরা চাই।
advertisement
7/9
এদিকে এই ঘটনার তদন্তে নেমে একাধিক সূত্র পাচ্ছে পুলিশ। তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। এমনটাই পুলিশ সূত্রে খবর। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তরুণী হেঁটে যাচ্ছেন। তরুণীর এই গতিবিধি পরীক্ষা করতে গেট প‍্যাটার্ন করতে চাইছেন তদন্তকারীরা।
এদিকে এই ঘটনার তদন্তে নেমে একাধিক সূত্র পাচ্ছে পুলিশ। তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। এমনটাই পুলিশ সূত্রে খবর। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তরুণী হেঁটে যাচ্ছেন। তরুণীর এই গতিবিধি পরীক্ষা করতে গেট প‍্যাটার্ন করতে চাইছেন তদন্তকারীরা।
advertisement
8/9
অর্থাৎ ফুটেজে যে ভাবে তাঁকে হেঁটে চলে বেড়াতে দেখা গিয়েছে, তার মধ্যে কোনও অস্বাভাবিকতা ছিল কি না জানতেই গেট প‍্যাটার্ন করতে চাইছেন বিশেষজ্ঞ তদন্তকারী দল। ফুটেজে যে ভাবে হাঁটতে দেখা গেছে সেই ভাবেই তরুণী হাটতেন? না কি হাঁটার মধ্যে কোনও পার্থক্য রয়েছে?- তাই বুঝতে চাইছেন তদন্তকারীরা।
অর্থাৎ ফুটেজে যে ভাবে তাঁকে হেঁটে চলে বেড়াতে দেখা গিয়েছে, তার মধ্যে কোনও অস্বাভাবিকতা ছিল কি না জানতেই গেট প‍্যাটার্ন করতে চাইছেন বিশেষজ্ঞ তদন্তকারী দল। ফুটেজে যে ভাবে হাঁটতে দেখা গেছে সেই ভাবেই তরুণী হাটতেন? না কি হাঁটার মধ্যে কোনও পার্থক্য রয়েছে?- তাই বুঝতে চাইছেন তদন্তকারীরা।
advertisement
9/9
তরুণী যেহেতু বেঁচে নেই তাই তার পরিবারের সদস্য বা পরিচিতদের দেখিয়ে যাচাই করা হবে এই ধরণের একাধিক সূত্র। তরুণীকে জলে পড়ে থাকতে যে তিনজন প্রথমে দেখেন তাঁদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যিনি উদ্ধার করেছেন তিনি-সহ আরও চারজনকে জিজ্ঞাসাবাদের জন‍্য ডাকা হয় রবিবার। সুবীর দে, নিমতা
তরুণী যেহেতু বেঁচে নেই তাই তার পরিবারের সদস্য বা পরিচিতদের দেখিয়ে যাচাই করা হবে এই ধরণের একাধিক সূত্র। তরুণীকে জলে পড়ে থাকতে যে তিনজন প্রথমে দেখেন তাঁদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যিনি উদ্ধার করেছেন তিনি-সহ আরও চারজনকে জিজ্ঞাসাবাদের জন‍্য ডাকা হয় রবিবার। সুবীর দে, নিমতা
advertisement
advertisement
advertisement