East West Metro: এই মেট্রোয় থাকবে না ড্রাইভার, দরজাও খুলবে নয়া নিয়মে, ঝাঁ চকচকে অত্যাধুনিক স্টেশন, দেখে নিন কেমন হল ইস্ট-ওয়েস্ট মেট্রো

Last Updated:
৩৬ বছর পর আবারও নতুন মেট্রো পেল তিলোত্তমা ৷ বহু বাধা বিপত্তি পেরিয়ে বিতর্ককে সঙ্গে নিয়েই যাত্রা শুরু
1/7
৩৬ বছর পর আবারও নতুন মেট্রো পেল তিলোত্তমা ৷ বহু বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে ১৩ ফেব্রুয়ারি, ২০২০ নতুন কয়েকটি স্টেশনে যাত্রা শুরু হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর ৷
৩৬ বছর পর আবারও নতুন মেট্রো পেল তিলোত্তমা ৷ বহু বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে ১৩ ফেব্রুয়ারি, ২০২০ নতুন কয়েকটি স্টেশনে যাত্রা শুরু হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর ৷
advertisement
2/7
৩৬ বছর আগে শুরু হওয়া ভারতের প্রথম পাতাল রেল পরিষেবার অত্যাধুনিক সংস্করণ ইস্ট-ওয়েস্ট মেট্রো
৩৬ বছর আগে শুরু হওয়া ভারতের প্রথম পাতাল রেল পরিষেবার অত্যাধুনিক সংস্করণ ইস্ট-ওয়েস্ট মেট্রো
advertisement
3/7
ইস্ট ওয়েস্ট মেট্রো রেক কলকাতার বাকি মেট্রো রেকের থেকে অনেক বেশি উন্নত
ইস্ট ওয়েস্ট মেট্রো রেক কলকাতার বাকি মেট্রো রেকের থেকে অনেক বেশি উন্নত
advertisement
4/7
এই মেট্রো রেকের প্রত্যেক কামরার ভেতরে যাত্রী দের মোবাইল ও ল্যাপটপ চার্জ করা যাবে৷ ২৮৬ জন যাত্রী বসার ক্ষমতা সম্পন্ন ইস্ট ওয়েস্ট মেট্রো রেক ২০৭০ জন যাত্রী যেতে পারবে। প্রবীণ নাগরিকদের বসার সিট আছে আলাদা
এই মেট্রো রেকের প্রত্যেক কামরার ভেতরে যাত্রী দের মোবাইল ও ল্যাপটপ চার্জ করা যাবে৷ ২৮৬ জন যাত্রী বসার ক্ষমতা সম্পন্ন ইস্ট ওয়েস্ট মেট্রো রেক ২০৭০ জন যাত্রী যেতে পারবে। প্রবীণ নাগরিকদের বসার সিট আছে আলাদা
advertisement
5/7
কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম, অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা।
কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম, অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা।
advertisement
6/7
কাজের দিন ও শনিবার ৩৭ আপ ও ডাউন মেট্রো পরিষেবা পাওয়া যাবে ৷ রবিবার ২৫টি আপ ও ডাউন মেট্রো মিলবে ইস্ট ওয়েস্ট রুটে৷ সকাল ৮টা থেকে রাত ৮টা অবধি চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো ৷
কাজের দিন ও শনিবার ৩৭ আপ ও ডাউন মেট্রো পরিষেবা পাওয়া যাবে ৷ রবিবার ২৫টি আপ ও ডাউন মেট্রো মিলবে ইস্ট ওয়েস্ট রুটে৷ সকাল ৮টা থেকে রাত ৮টা অবধি চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো ৷
advertisement
7/7
এই সিগন্যাল ব্যবস্থায় স্বয়ংক্রিয় ট্রেন পরিচালনা নিশ্চিত করবে। ফলে মোটরম্যান নুন্যতম সহায়তায় ট্রেন চালনায় সহায়তা করবে ৷ ভাড়া ২ কিমি ৫, ৫ কিমি ১০ টাকা, ১০ কিমি ২০ টাকা ও ১০ থেকে ১৬.৫ কিমি ৩০ টাকা ৷
এই সিগন্যাল ব্যবস্থায় স্বয়ংক্রিয় ট্রেন পরিচালনা নিশ্চিত করবে। ফলে মোটরম্যান নুন্যতম সহায়তায় ট্রেন চালনায় সহায়তা করবে ৷ ভাড়া ২ কিমি ৫, ৫ কিমি ১০ টাকা, ১০ কিমি ২০ টাকা ও ১০ থেকে ১৬.৫ কিমি ৩০ টাকা ৷
advertisement
advertisement
advertisement