IN PICS: স্মৃতিমেদুর রাজা বসন্ত রায় রোড, শেষবারের মতো এই বাড়িতে ফিরছেন সোমনাথ চট্টোপাধ্যায়
- Published by:Elina Datta
Last Updated:
গত কয়েকদিন ধরেই বাড়ছিল উৎকণ্ঠা। আজ সকালে খবর আসার পর স্মৃতিমেদুর রাজা বসন্ত রায় রোড ৷ এখানেই জীবনের শেষ দিনগুলি কাটিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায় ৷ বাড়ি মালিককে এবার শেষ বিদায় জানানোর পালা। আজ মন খারাপ সাদার্ন অ্যাভিনিউর P৫১৫, রাজা রায় রোডের বাড়ির। দোতলার ঘরে শোওয়া। দিনের বাকি সময়টা কাটত বসার ঘর ও সংলগ্ন লাইব্রেরিতে। সেই ঘরেই সোমনাথ চট্টোপাধ্যায়ের জন্য পাতা হয়েছে শেষশয্যা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বার্ধক্যজনিত সমস্যায় আগেও বারবার হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু এবার আর ফেরা হল না। চলে গেলেন বাম রাজনীতির প্রবীণ সদস্য সোমনাথ চট্টোপাধ্যায়। এই বাড়ি আজ শেষ বারের মতো পাবে তার স্পর্শ ৷ তবে সে স্পর্শ তাঁর নিথর দেহের ৷ সে স্পর্শ ভাললাগার উষ্ণতার নয়, মৃত্যুর শীতল স্পর্শ ৷ বিধানসভা থেকে মরদেহ আনা হবে এই বাড়িতেই ৷ ৷ সেখানে সাধারণ মানুষেরা প্রয়াত রাজনীতিবিদকে শ্রদ্ধা জানাতে পারবেন ৷ সন্ধে ৬টার পর সোমনাথ চট্টোপাধ্যায়ের শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর দেহ দান করা হবে এসএসকেএম হাসপাতালে।