ISL 2016 : ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠান দিয়েই শুরু দেশের ‘ফুটবল উৎসব’
Last Updated:
দেশের কোনও বড় টুর্নামেন্ট বা ইভেন্ট এবং তার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য উত্তর-পূর্ব ভারতের কোনও শহরকে বেছে নেওয়া হচ্ছে ৷ এমন দৃশ্য অতীতে কখনও দেখা যায়নি ৷
দেশের কোনও বড় টুর্নামেন্ট বা ইভেন্ট এবং তার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য উত্তর-পূর্ব ভারতের কোনও শহরকে বেছে নেওয়া হচ্ছে ৷ এমন দৃশ্য অতীতে কখনও দেখা যায়নি ৷ এই অঞ্চলে বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা বলতে ছিল শুধু সাউথ এশিয়ান গেমস ৷ সেই টুর্নামেন্ট নিয়ে দেশের কতজন মানুষের মধ্যে আগ্রহ রয়েছে, সেটাও যথেষ্ট সন্দেহের বিষয় ৷ অসমে ফুটবল টুর্নামেন্ট বলতে মনে পড়ে বড়জোর বরদলোই ট্রফি ৷ কিন্তু দিন বদলেছে ৷ এখন দেশের সবচেয়ে বড় ‘ফুটবল যজ্ঞ’ হল আইএসএল ৷ এই টুর্নামেন্টে দল রয়েছে নর্থ-ইস্টেরও ৷ গুয়াহাটিকে বেস করে ফুটবল নিয়ে একজোট হয়েছে গোটা উত্তর-পূর্ব ভারতই ৷ আর টুর্নামেন্টের তৃতীয় বছরেই উদ্বোধনী অনুষ্ঠানের দায়িত্ব পেতে সফল গুয়াহাট ৷ গত দু’বছরের মতো এবারও জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেরই উপহার দিল অসমের রাজধানী ৷
advertisement
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় যে উন্মাদনা, যে পেশাদারিত্ব, যে প্যাশন নিয়ে তৃতীয় আইএসএল গুয়াহাটিতে শুরু হল- তা দেখে খোদ আইএসএস চেয়ারপার্সন নীতা অম্বানি, কেরালা ব্লাস্টার্সের মালিক সচিন তেন্ডুলকর, চেন্নাইয়ের মালিক মহেন্দ্র সিংহ ধোনি ও অভিষেক বচ্চনরা শিহরিত। ‘ধীরে চলো’র রাজ্য, সন্ত্রাসের ভয়ে ভীত রাজ্য, বন্ধ-অবরোধের সঙ্গে ঘর করা রাজ্য নয়, আইএসএলের উদ্বোধনে গত দু’বারের কলকাতা-চেন্নাইকে রীতিমতো টক্কর দিল অসম তথা গুয়াহাটি। যে শব্দব্রহ্ম ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ঘরের দলের জন্য শোনা গেল, তা ডেসিবেলের নিরিখে যুবভারতী বা ইডেনকেও সমানে টক্কর দেবে।
advertisement
advertisement
advertisement
advertisement