'পার্সেলে কী আছে...?' শিয়ালদহ স্টেশনে 'ভয়ঙ্কর' জিনিস! তারপরেই রেল নিরাপত্তায় 'নতুন' অস্ত্র, ২০ সেকেন্ডের মধ্যে..!

Last Updated:
Indian Railways: ডিজিটাল এক্স রে লাগেজ স্ক্যানার ব্যবস্থা চালু হল শিয়ালদহ স্টেশনে। পূর্ব ভারতে প্রথম, দেশে তৃতীয়। যাত্রী সংখ্যার নিরিখে অত্যন্ত ব্যস্ত স্টেশন শিয়ালদহ। প্রতিদিন একাধিক দূরপাল্লার ট্রেন চলাচল করে এই স্টেশনে।
1/8
ডিজিটাল এক্স রে লাগেজ স্ক্যানার ব্যবস্থা চালু হল শিয়ালদহ স্টেশনে। পূর্ব ভারতে প্রথম, দেশে তৃতীয়। যাত্রী সংখ্যার নিরিখে অত্যন্ত ব্যস্ত স্টেশন শিয়ালদহ। প্রতিদিন একাধিক দূরপাল্লার ট্রেন চলাচল করে এই স্টেশনে।
ডিজিটাল এক্স রে লাগেজ স্ক্যানার ব্যবস্থা চালু হল শিয়ালদহ স্টেশনে। পূর্ব ভারতে প্রথম, দেশে তৃতীয়। যাত্রী সংখ্যার নিরিখে অত্যন্ত ব্যস্ত স্টেশন শিয়ালদহ। প্রতিদিন একাধিক দূরপাল্লার ট্রেন চলাচল করে এই স্টেশনে।
advertisement
2/8
দৈনিক ২০০ টন ওজনের পণ্য পরিবহণ হয় এই স্টেশন থেকে। আগে এই স্টেশনে ম্যানুয়ালি পণ্য চেকিং করা হত। দ্বারভাঙ্গার একটি ঘটনার পরে NIA'র তরফে সতর্ক করা হয় সমস্ত রেল স্টেশনকে।
দৈনিক ২০০ টন ওজনের পণ্য পরিবহণ হয় এই স্টেশন থেকে। আগে এই স্টেশনে ম্যানুয়ালি পণ্য চেকিং করা হত। দ্বারভাঙ্গার একটি ঘটনার পরে NIA'র তরফে সতর্ক করা হয় সমস্ত রেল স্টেশনকে।
advertisement
3/8
বিশেষ করে পণ্য পরিবহণের জন্যে পার্সেল বিশেষ করে নজর দিতে বলা হয়। তাই এবার শিয়ালদহ স্টেশনে বসানো হল বিশালাকার পার্সেল স্ক্যানার।
বিশেষ করে পণ্য পরিবহণের জন্যে পার্সেল বিশেষ করে নজর দিতে বলা হয়। তাই এবার শিয়ালদহ স্টেশনে বসানো হল বিশালাকার পার্সেল স্ক্যানার।
advertisement
4/8
২০ সেকেন্ডের মধ্যে ওজন ও এক্স রে হয়ে যাচ্ছে পণ্যের। ডিভিশনের নিরাপত্তা আধিকারিকরা জানাচ্ছেন, যে কোনও ধরণের বিস্ফোরক ধরা পড়বে এই স্ক্যানারে।
২০ সেকেন্ডের মধ্যে ওজন ও এক্স রে হয়ে যাচ্ছে পণ্যের। ডিভিশনের নিরাপত্তা আধিকারিকরা জানাচ্ছেন, যে কোনও ধরণের বিস্ফোরক ধরা পড়বে এই স্ক্যানারে।
advertisement
5/8
প্রতিদিন তিনটে শিফটে প্রায় ৮ জন করে RPF মোতায়েন করা হয় এই সব লাগেজ পরীক্ষার জন্যে।
প্রতিদিন তিনটে শিফটে প্রায় ৮ জন করে RPF মোতায়েন করা হয় এই সব লাগেজ পরীক্ষার জন্যে।
advertisement
6/8
কেন এই পার্সেল স্ক্যানার?দারভাঙ্গায় রেলের পার্সেলের তদন্তে NIA (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) কাজ করছে। একটি নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে, NIA এই তদন্ত করছে।
কেন এই পার্সেল স্ক্যানার?দারভাঙ্গায় রেলের পার্সেলের তদন্তে NIA (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) কাজ করছে। একটি নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে, NIA এই তদন্ত করছে।
advertisement
7/8
ঘটনাটি হল, ২০২২ সালের জুন মাসে, সেকেন্দ্রাবাদ থেকে দারভাঙ্গা আসা একটি ট্রেনে একটি পার্সেল আসার পর, তাতে বিস্ফোরণের চেষ্টা করা হয়েছিল। এই ঘটনায় NIA তদন্ত করছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ জন LЕT সন্ত্রাসবাদীকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি হল, ২০২২ সালের জুন মাসে, সেকেন্দ্রাবাদ থেকে দারভাঙ্গা আসা একটি ট্রেনে একটি পার্সেল আসার পর, তাতে বিস্ফোরণের চেষ্টা করা হয়েছিল। এই ঘটনায় NIA তদন্ত করছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ জন LЕT সন্ত্রাসবাদীকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
8/8
NIA এই ঘটনার সম্ভাব্য নাশকতা বা সন্ত্রাসবাদের দিকটিও খতিয়ে দেখছে। তারা ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্ত করছে এবং ঘটনার সঙ্গে। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।এর পরেই রেলের পার্সেলে বিশেষ নজর দিতে বলা হয়।
NIA এই ঘটনার সম্ভাব্য নাশকতা বা সন্ত্রাসবাদের দিকটিও খতিয়ে দেখছে। তারা ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্ত করছে এবং ঘটনার সঙ্গে। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।এর পরেই রেলের পার্সেলে বিশেষ নজর দিতে বলা হয়।
advertisement
advertisement
advertisement