আমুল বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশন! ট্রেনে অপরাধ রুখতে বিরাট ব্যবস্থা! লাখ-লাখ যাত্রীর জন্য কী করা হল জানেন?

Last Updated:
অপরাধী ধরতে এবার নয়া নিরাপত্তা ব্যবস্থা শিয়ালদহ স্টেশনে। রেল যা ব্যবস্থা করছে ভাবা যায় না...
1/6
অপরাধী ধরতে এবার নয়া নিরাপত্তা ব্যবস্থা শিয়ালদহ স্টেশনে। সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বসছে FRS ক্যামেরা। ১১৭টি এই নয়া প্রযুক্তির ক্যামেরা বসছে।
অপরাধী ধরতে এবার নয়া নিরাপত্তা ব্যবস্থা শিয়ালদহ স্টেশনে। সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বসছে FRS ক্যামেরা। ১১৭টি এই নয়া প্রযুক্তির ক্যামেরা বসছে।
advertisement
2/6
ডিভিশনের ৬৮ স্টেশনে বসতে চলেছে ৩০০ FRS ক্যামেরা। শিয়ালদহ স্টেশনে বর্তমানে আছে ২৪০ সিসি ক্যামেরা।
ডিভিশনের ৬৮ স্টেশনে বসতে চলেছে ৩০০ FRS ক্যামেরা। শিয়ালদহ স্টেশনে বর্তমানে আছে ২৪০ সিসি ক্যামেরা।
advertisement
3/6
গোটা ডিভিশনে ১২৫ স্টেশনে রয়েছে ৩০০০ সিসি ক্যামেরা। শিয়ালদহ, দমদম, কলকাতা স্টেশনে নিরাপত্তায় জোর।
গোটা ডিভিশনে ১২৫ স্টেশনে রয়েছে ৩০০০ সিসি ক্যামেরা। শিয়ালদহ, দমদম, কলকাতা স্টেশনে নিরাপত্তায় জোর।
advertisement
4/6
কেন এই নয়া FRS ক্যামেরা?
কেন এই নয়া FRS ক্যামেরা?
advertisement
5/6
এই AI based ক্যামেরায় আগে থেকেই অপরাধীদের মুখমণ্ডলের ছবি আপলোড করা থাকবে।
এই AI based ক্যামেরায় আগে থেকেই অপরাধীদের মুখমণ্ডলের ছবি আপলোড করা থাকবে।
advertisement
6/6
সেই ব্যক্তি যদি ওই ক্যামেরার সামনে চলে আসেন তাহলে নিকটবর্তী ক্লাস্টারে আপডেট চলে যাবে।
সেই ব্যক্তি যদি ওই ক্যামেরার সামনে চলে আসেন তাহলে নিকটবর্তী ক্লাস্টারে আপডেট চলে যাবে।
advertisement
advertisement
advertisement