Indian Railways: উপচে পড়ছে রেলের ভাণ্ডার, মাত্র ২দিনেই লক্ষ লক্ষ টাকা 'লক্ষ্মীলাভ', হিসেবের খাতা সকলের সামনে
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
সপ্তাহ শেষে মাত্র দু'দিনে প্রায় দু লাখের বেশি জরিমানা। প্রায় ৫০০ তো বেশি অবৈধ ও বিনা টিকিটধারী যাত্রীদের পাকড়াও। কী ঘটল খড়গপুর ডিভিশনে?
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর: সপ্তাহ শেষে রেলের লক্ষ্মীলাভ। একাধিক ট্রেনে টানা অভিযান। বেশ কিছু সুপারফাস্ট এবং এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ছুটির দিনেও প্রায় আড়াই লাখ টাকারও বেশি জরিমানা করা হয়েছে বলে রেল সূত্রে খবর। কেউ টিকিট না কেটে আবার কেউ লোকালের টিকিট কেটে এক্সপ্রেসে উঠে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে হয়নি শেষ রক্ষা। (রঞ্জন চন্দ)
advertisement
সামনেই দাঁড়িয়ে কালো কোট পরা ভদ্রলোক। আর তার হাতেই পড়তে হল প্রায় ৬০০'রও বেশি এমন যাত্রীদের। যাদের থেকে রেল আদায় করেছে প্রায় আড়াই লক্ষ টাকারও বেশি। শুধু সপ্তাহ শেষে নয়, সপ্তাহের প্রতিদিন একাধিক ট্রেনে অভিযান চালানো হবে রেলের তরফে। শুধুমাত্র দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডেভিশনে এত সংখ্যক জরিমানা।
advertisement
ছুটির দিনে টিকিট না কেটেই উঠে পড়েছিলেন এক্সপ্রেস ট্রেনে। হাতেনাতে ধরে ফেললেন টিকিট চেকার। শনি ও রবিবার (১৬ ও ১৭ অগস্ট) দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার খড়্গপুর ডিভিশনের একাধিক এক্সপ্রেস এবং সুপারফাস্ট ট্রেনে বিশেষ অভিযান চালান হয় রেলের তরফে। এই বিশেষ অভিযানে ৬২৯ জনকে পাকড়াও করেন দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের টিটিরা। বিনা টিকিট বা অবৈধ টিকিটের ট্রেনে সওয়ারের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ এবং জরিমানা করা হয়। তাদের থেকে ২,৬৭,৬৫৫ টাকা ফাইন বাবদ আদায় করা হয়েছে রেল সূত্রে খবর।
advertisement
প্রসঙ্গত বেশ কিছু যাত্রীর ধারণা , শনি-রবিবার টিকিট ফাঁকি দেওয়া সম্ভব। ছুটির দিনে এমন বেশ কিছু যাত্রী এক্সপ্রেস এবং সুপার ফাস্ট ট্রেনে ভ্রমণ করছিল। শনি ও রবিবার ফলকনুমা এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, হাওড়া-পুরুলিয়া সুপার ফাস্ট এক্সপ্রেসের মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনে টিটিরা সমস্ত যাত্রীর টিকিট খতিয়ে দেখেন।
advertisement
advertisement









