Indian Railways: 'এইবার দ্যাখ, কী করি...' বিরাটি স্টেশনে ট্রেন থামতেই ভয়ঙ্কর কাণ্ড! লাইনে ফেলা হল ব্যক্তিকে, সব শেষ! আটকানো গেল না মৃত্যুও
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
Indian Railways: এই ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি জানায় গোপাল দাসের বন্ধু।
চলন্ত ট্রেনে বচসা দুই যাত্রীর, স্টেশনে নামতেই মারধর করে প্ল্যাটফর্ম থেকে লাইনে ফেলে দেওয়ার অভিযোগ, ঘটনায় মৃত্যু যাত্রীর। শনিবার রাত ৮টা ৩৯ মিনিটের আপ শিয়ালদহ বারাসাত লোকালে করে বাড়ি ফিরছিলেন নিমতা মিলনগড়ের বাসিন্দা বছর ৩৭-এর গোপাল দাস। সেই সময় ট্রেনে এক ব্যক্তির সঙ্গে তার বচসা বাধে। সেই বচসা চলতে থাকে৷ Representative image (AI)
advertisement
গোপাল বাবু যখন বিরাটি নামেন ওই যাত্রীও বিরাটি নামেন। এরপরে স্টেশনেই গোপাল বাবুকে মারধর করে প্ল্যাটফর্ম থেকে লাইনে ফেলে দেন অপর ওই ব্যক্তি। তড়িঘড়ি প্ল্যাটফর্মে থাকা ব্যক্তিরা গোপাল দাসকে উদ্ধার করে নিয়ে উত্তর দমদম পৌর হাসপাতালে। সেখান থেকে গোপাল দাসকে চিনার পার্কের নিকট একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সোমবার দুপুরে তার মৃত্যু হয়। Representative image (AI)
advertisement
এই ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি জানায় গোপাল দাসের বন্ধু। গোটা ঘটনা নিয়ে রবিবার বারাসাত জিআরপি-তে লিখিত অভিযোগ দায়ের করেন গোপাল দাসের স্ত্রী মনিকা বসাক দাস। অভিযোগ পত্রে তিনি জানান, তার স্বামীকে মারধর করে বিরাটি স্টেশনের ৩ নং প্ল্যাটফর্ম থেকে লাইনে ফেলে দেয়। লাইনে ফেলে দেওয়ায় রেললাইনের লোহার ট্রাকে গুরুতর আঘাত পান। Representative image (AI)
advertisement
advertisement
advertisement