

• আগামী ৩-৪দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। পূবালী দক্ষিণা বাতাসের জেরে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে । এর প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা রাজ্যে।


• কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা।


• আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের এক ডিগ্রি উপরে । গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৪ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি কলকাতা শহরে।


• আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের ওপরের দিকের জেলায়। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামিকাল রবিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। মঙ্গল ও বুধবার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস।


• দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আজ বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সামান্য হলেও বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতাতে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।


• পূবালী ও দক্ষিণী হওয়ার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবেই বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বাড়বে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও এবং সিকিমে। আগামী ৪-৫ দিন অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবার থেকে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা।


• উত্তর-পূর্ব ভারতে যখন বৃষ্টি তখন রাজস্থানের পশ্চিম ভাগে চরম তাপপ্রবাহের সম্ভাবনা। তাপপ্রবাহ হতে পারে মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা সহ গুজরাটের কিছু অংশে।


• রবিবার থেকে কেরালা ও মহারাষ্ট্রের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে । সোমবার কর্নাটক, তামিলনাড়ু, পুদুচেরিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।