• আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের ওপরের দিকের জেলায়। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামিকাল রবিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। মঙ্গল ও বুধবার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস।
• পূবালী ও দক্ষিণী হওয়ার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবেই বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বাড়বে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও এবং সিকিমে। আগামী ৪-৫ দিন অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবার থেকে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা।