অমিত সরকার : বুধবার দুপুরে ৭১ বি এন এস রোড গুপ্তা ম্যানশনের প্রথম তলের বারান্দার একাংশ ভেঙে পড়ে বিপত্তি।
৩:২০ টে নাগাদ ঘটনাটি ঘটে । সেই সময় গুপ্তা ম্যানশনের বি ব্লকের ৪০টি দোকান খোলা ছিল।
উপরে একটি অফিসের ৬ জন কর্মী আটকে পড়েছিলেন। দমকলকর্মীরা এসে তাঁদের উদ্ধার করেছেন।
কেউ আহত হননি। তবে যেহেতু বাজার, তাই ব্যবসায়ীরা আতঙ্কিত।
বহুদিনের পুরনো গুপ্তা ম্যানসনের বারান্দাটি বিপজ্জনক অবস্থায় ছিল। ভরদুপুরে বাজারে লোকজনও ছিল। ফলে বড়সড় বিপদ ঘটতে পারত।
...