Geological Survey of India celebrates Yoga Day 2025: আজ আন্তর্জাতিক যোগ দিবস! দেশের ১২টি ঐতিহাসিক স্থানে GSI-র বিশেষ অনুষ্ঠান...

Last Updated:
Geological Survey of India celebrates Yoga Day 2025: ২০২৫ সালের আন্তর্জাতিক যোগ দিবসে Geological Survey of India দেশের ১২টি জিও-হেরিটেজ স্থানে বিশেষ যোগ সেশন আয়োজন করল। স্বাস্থ্য, পরিবেশ ও ভূতাত্ত্বিক ঐতিহ্যকে একত্রিত করে এই আয়োজন দেশজুড়ে নতুন বার্তা পৌঁছে দিল।
1/7
খনিজ মন্ত্রকের অধীনস্থ ভূতাত্ত্বিক সমীক্ষা বিভাগ (GSI) আজ ১১তম আন্তর্জাতিক যোগ দিবস (IDY 2025) উদযাপন করল সারা দেশ জুড়ে উচ্ছ্বাস ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে। এই বছরের থিম ছিল – “Yoga for One Earth, One Health”, যার মাধ্যমে GSI তাদের সামগ্রিক সুস্থতা, পরিবেশ সচেতনতা ও ভূবৈজ্ঞানিক সচেতনতার প্রতিশ্রুতি তুলে ধরেছে।
খনিজ মন্ত্রকের অধীনস্থ ভূতাত্ত্বিক সমীক্ষা বিভাগ (GSI) আজ ১১তম আন্তর্জাতিক যোগ দিবস (IDY 2025) উদযাপন করল সারা দেশ জুড়ে উচ্ছ্বাস ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে। এই বছরের থিম ছিল – “Yoga for One Earth, One Health”, যার মাধ্যমে GSI তাদের সামগ্রিক সুস্থতা, পরিবেশ সচেতনতা ও ভূবৈজ্ঞানিক সচেতনতার প্রতিশ্রুতি তুলে ধরেছে।
advertisement
2/7
জাতীয় যোগ দিবসের অন্যতম কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আয়োজিত 'যোগ সঙ্গম' নামক সর্বভারতীয় যোগ প্রদর্শনীতে GSI সক্রিয়ভাবে অংশ নেয়। এই কর্মসূচি ছিল ঐক্য ও সুস্থতার প্রতীক এবং ২০২৫ সালের উদযাপনের প্রধান আকর্ষণ।
জাতীয় যোগ দিবসের অন্যতম কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আয়োজিত 'যোগ সঙ্গম' নামক সর্বভারতীয় যোগ প্রদর্শনীতে GSI সক্রিয়ভাবে অংশ নেয়। এই কর্মসূচি ছিল ঐক্য ও সুস্থতার প্রতীক এবং ২০২৫ সালের উদযাপনের প্রধান আকর্ষণ।
advertisement
3/7
GSI-এর কেন্দ্রীয় সদর দপ্তর কলকাতায়, সংস্থার মহাপরিচালক শ্রী অসিত সাহা অনুষ্ঠানটির উদ্বোধন করেন এক নির্দেশিত যোগ সেশনের মাধ্যমে, যা পরিচালনা করেন প্রশিক্ষিত যোগ অনুশীলকরা। বক্তব্য রাখতে গিয়ে শ্রী সাহা বলেন, “যোগ আমাদের মনোযোগ, স্থিরতা এবং মানসিক স্থৈর্যকে উন্নত করে, যা বিজ্ঞান ও ব্যক্তিগত উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়।”
GSI-এর কেন্দ্রীয় সদর দপ্তর কলকাতায়, সংস্থার মহাপরিচালক শ্রী অসিত সাহা অনুষ্ঠানটির উদ্বোধন করেন এক নির্দেশিত যোগ সেশনের মাধ্যমে, যা পরিচালনা করেন প্রশিক্ষিত যোগ অনুশীলকরা। বক্তব্য রাখতে গিয়ে শ্রী সাহা বলেন, “যোগ আমাদের মনোযোগ, স্থিরতা এবং মানসিক স্থৈর্যকে উন্নত করে, যা বিজ্ঞান ও ব্যক্তিগত উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়।”
advertisement
4/7
এই উপলক্ষে, GSI সারা দেশে ৪৬টি স্থানে মোট ৫০টি যোগ সেশন আয়োজন করে – এর মধ্যে ছিল আঞ্চলিক অফিস, প্রশিক্ষণ কেন্দ্র ও বিভিন্ন ফিল্ড ক্যাম্প। তবে এই বছরের অন্যতম আকর্ষণ ছিল ১২টি জিও-হেরিটেজ সাইটে খোলা আকাশের নিচে আয়োজিত বিশেষ যোগ প্রদর্শনী।
এই উপলক্ষে, GSI সারা দেশে ৪৬টি স্থানে মোট ৫০টি যোগ সেশন আয়োজন করে – এর মধ্যে ছিল আঞ্চলিক অফিস, প্রশিক্ষণ কেন্দ্র ও বিভিন্ন ফিল্ড ক্যাম্প। তবে এই বছরের অন্যতম আকর্ষণ ছিল ১২টি জিও-হেরিটেজ সাইটে খোলা আকাশের নিচে আয়োজিত বিশেষ যোগ প্রদর্শনী।
advertisement
5/7
এই ঐতিহাসিক জিও-হেরিটেজ সাইটগুলির মধ্যে ছিল – রাজস্থানের প্রাচীন খনির শহর জাওয়ার (প্রাচীন দস্তা গলানোর ঐতিহ্য), গুজরাটের রাহিওলি ডাইনোসর জীবাশ্ম পার্ক, মধ্যপ্রদেশের ভিমবেটকা রক শেল্টার (ইউনেস্কো হেরিটেজ সাইট), মহারাষ্ট্রের নিঘোজ প্রাকৃতিক গর্ত, ঝাড়খণ্ডের দুদিনালা, পশ্চিমবঙ্গের গঙ্গানী রিভার গর্জ (বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন), প্রভৃতি।
এই ঐতিহাসিক জিও-হেরিটেজ সাইটগুলির মধ্যে ছিল – রাজস্থানের প্রাচীন খনির শহর জাওয়ার (প্রাচীন দস্তা গলানোর ঐতিহ্য), গুজরাটের রাহিওলি ডাইনোসর জীবাশ্ম পার্ক, মধ্যপ্রদেশের ভিমবেটকা রক শেল্টার (ইউনেস্কো হেরিটেজ সাইট), মহারাষ্ট্রের নিঘোজ প্রাকৃতিক গর্ত, ঝাড়খণ্ডের দুদিনালা, পশ্চিমবঙ্গের গঙ্গানী রিভার গর্জ (বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন), প্রভৃতি।
advertisement
6/7
তালিকায় আরও রয়েছে – হিমাচল প্রদেশের শিওালিক ফসিল পার্ক, উত্তরপ্রদেশের সালখান জীবাশ্ম পার্ক, মেঘালয়ের অরওয়া-লুমশিন্না গুহা, তামিলনাড়ুর সেন্ট থমাস মাউন্ট চার্নকাইট, কর্ণাটকের লালবাগের পেনিনসুলার গনাইস এবং অন্ধ্রপ্রদেশের মঙ্গমপেটা বেরাইটস খনি, যা বিশ্বের অন্যতম বৃহৎ বেরাইটস সঞ্চয়।
তালিকায় আরও রয়েছে – হিমাচল প্রদেশের শিওালিক ফসিল পার্ক, উত্তরপ্রদেশের সালখান জীবাশ্ম পার্ক, মেঘালয়ের অরওয়া-লুমশিন্না গুহা, তামিলনাড়ুর সেন্ট থমাস মাউন্ট চার্নকাইট, কর্ণাটকের লালবাগের পেনিনসুলার গনাইস এবং অন্ধ্রপ্রদেশের মঙ্গমপেটা বেরাইটস খনি, যা বিশ্বের অন্যতম বৃহৎ বেরাইটস সঞ্চয়।
advertisement
7/7
এই বহুজায়গায় একযোগে অনুষ্ঠিত উদ্যোগের মাধ্যমে, GSI সফলভাবে যোগব্যায়াম, পরিবেশ, ও ভারতের ভূবৈজ্ঞানিক ঐতিহ্যকে এক সুতোয় বেঁধেছে। স্বাস্থ্য, পরিবেশ এবং ঐতিহ্যের এক অপূর্ব সমন্বয়ের বার্তা দেশজুড়ে ছড়িয়ে দিয়েছে এই উদযাপন।
এই বহুজায়গায় একযোগে অনুষ্ঠিত উদ্যোগের মাধ্যমে, GSI সফলভাবে যোগব্যায়াম, পরিবেশ, ও ভারতের ভূবৈজ্ঞানিক ঐতিহ্যকে এক সুতোয় বেঁধেছে। স্বাস্থ্য, পরিবেশ এবং ঐতিহ্যের এক অপূর্ব সমন্বয়ের বার্তা দেশজুড়ে ছড়িয়ে দিয়েছে এই উদযাপন।
advertisement
advertisement
advertisement