

রবিবার কালবৈশাখীর সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ঝড় ও বৃষ্টির পূর্বাভাস। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। ঝড়-বৃষ্টিতে সামান্য কমতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়বে। বিকেল বা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। 24 ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পঙে ছিঁটে ফোঁটা বৃষ্টি হলেও আগামী দু’দিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।


দক্ষিণবঙ্গের উপকূলের তিন জেলা উত্তর 24 পরগণা, দক্ষিণ 24 পরগণা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টি হওয়ার সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি এবং নদীয়াতেও। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের এই জেলাগুলির কিছু অংশে। রবিবারে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে । সঙ্গে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হচ্ছে রবিবার বিকেলের দিকে।


কলকাতায় আংশিক মেঘলা আকাশ। শনিবার বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়বে । এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা 35.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 34 থেকে 90 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়নি কলকাতায়। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর তৈরি নিম্নচাপ গভীর নিম্নচাপ রূপে আন্দামান সাগরে অবস্থান করছে। এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মায়ানমার উপকূলের দিকে যাবে। আগামী 24 ঘণ্টায় এটি দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া থাকায় সমুদ্র উত্তাল রয়েছে। শনিবার বিকেল পর্যন্ত আন্দামান সাগরে মৎস্যজীবীদের প্রবেশ নিষেধ।


নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার জম্মু-কাশ্মীরে। এর ফলে ফের আবহাওয়ার পরিবর্তন। আগামী সপ্তাহের মাঝামাঝি জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ ও লাদাখে তুষারপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে এবং কিছুটা পাঞ্জাব হরিয়ানাতে আগামী সোমবার থেকে। সোমবার রাজস্থানের কিছু অংশে প্রবল ধুলিঝড় এর আশঙ্কা।


পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা থাকায় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আরও 24 ঘন্টা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশে। আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। অন্ধ্রপ্রদেশের উপকূল তেলঙ্গানা, পুদুচেরি, সৌরাষ্ট্র এবং গুজরাতের কিছু অংশে তাপপ্রবাহের সর্তকতা। আগামী কয়েকদিন তাপপ্রবাহ থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।