Farmers Bharat Bandh | Left Front: বনধ ফিরতেই পথে লাল পতাকার সমাহার! কৃষকদের পাশে, ধর্মঘটে 'না' তৃণমূলের

Last Updated:
Farmers Bharat Bandh | Left Front: কৃষকদের পাশে শুরু থেকে থাকলেও, তাঁদের দাবিকে সমর্থন করলেও বনধ সমর্থন করছে না তৃণমূল।
1/5
তিন কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় সোমবার দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা (All India Kisan Morcha)। সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলছে এই ভারত বনধ। কৃষকদের বনধকে সমর্থন আগেই সমর্থন জানিয়েছে কংগ্রেস ও বামপন্থী দলগুলি। এছাড়াও অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি, আম আদমি পার্টি সহ মোট ১২টি BJP বিরোধী দলও কৃষকদের এই বনধকে সমর্থন করেছে। কৃষকদের পাশে শুরু থেকে থাকলেও, তাঁদের দাবিকে সমর্থন করলেও বনধ সমর্থন করছে না তৃণমূল।
তিন কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় সোমবার দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা (All India Kisan Morcha)। সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলছে এই ভারত বনধ। কৃষকদের বনধকে সমর্থন আগেই সমর্থন জানিয়েছে কংগ্রেস ও বামপন্থী দলগুলি। এছাড়াও অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি, আম আদমি পার্টি সহ মোট ১২টি BJP বিরোধী দলও কৃষকদের এই বনধকে সমর্থন করেছে। কৃষকদের পাশে শুরু থেকে থাকলেও, তাঁদের দাবিকে সমর্থন করলেও বনধ সমর্থন করছে না তৃণমূল।
advertisement
2/5
বাংলায় তেমনভাবে বনধের চেহারা দেখা না গেলেও দিল্লি, পঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের মতো রাজ্যে ভালোই প্রভাব পড়েছে বনধের। বিশেষত এই চারটি রাজ্যে রাস্তায় নেমে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন বহু কৃষক। তাঁদের আন্দোলনের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে পঞ্জাব-হরিয়ানা এবং অমৃতসর-দিল্লি জাতীয় সড়কও।
বাংলায় তেমনভাবে বনধের চেহারা দেখা না গেলেও দিল্লি, পঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের মতো রাজ্যে ভালোই প্রভাব পড়েছে বনধের। বিশেষত এই চারটি রাজ্যে রাস্তায় নেমে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন বহু কৃষক। তাঁদের আন্দোলনের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে পঞ্জাব-হরিয়ানা এবং অমৃতসর-দিল্লি জাতীয় সড়কও।
advertisement
3/5
বনধের জেরে দেশজুড়ে গণপরিবহণে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। যে কোনওরকম অশান্তি এড়াতে দিল্লিজুড়ে মোতায়েন রয়েছে পুলিশ। পঞ্জাব-হরিয়ানার শম্ভু বর্ডারে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা।
বনধের জেরে দেশজুড়ে গণপরিবহণে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। যে কোনওরকম অশান্তি এড়াতে দিল্লিজুড়ে মোতায়েন রয়েছে পুলিশ। পঞ্জাব-হরিয়ানার শম্ভু বর্ডারে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা।
advertisement
4/5
এদিকে হরিয়ানার কুরুক্ষেত্রের কাছে শাহাবাদ অঞ্চলে দিল্লি-অমৃতসর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। গাজিপুর সীমানায়ও চলছে কৃষকদের প্রতিবাদ কর্মসূচি। বাংলায় যাদবপুরে কিছুক্ষণের জন্য ট্রেন অবরোধ করে বামেরা। কিছু জায়গায় বাস চলাচলেও বাধা দেওয়া হয়েছে বলে খবর।
এদিকে হরিয়ানার কুরুক্ষেত্রের কাছে শাহাবাদ অঞ্চলে দিল্লি-অমৃতসর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। গাজিপুর সীমানায়ও চলছে কৃষকদের প্রতিবাদ কর্মসূচি। বাংলায় যাদবপুরে কিছুক্ষণের জন্য ট্রেন অবরোধ করে বামেরা। কিছু জায়গায় বাস চলাচলেও বাধা দেওয়া হয়েছে বলে খবর।
advertisement
5/5
কৃষক নেতা রাকেশ টিকাইত এই বনধের বিষয়ে জানিয়েছেন, অ্যাম্বুল্যান্স সহ সমস্ত জরুরি পরিষেবার যুক্ত গাড়ি আটকানো হচ্ছে না। কোনও রাস্তাও সিল করে দেওয়া হয়নি। আমরা সাধারণ মানুষকে অসুবিধায় না ফেলে কেন্দ্রকে একটা বার্তা দিতে চাইছি।
কৃষক নেতা রাকেশ টিকাইত এই বনধের বিষয়ে জানিয়েছেন, অ্যাম্বুল্যান্স সহ সমস্ত জরুরি পরিষেবার যুক্ত গাড়ি আটকানো হচ্ছে না। কোনও রাস্তাও সিল করে দেওয়া হয়নি। আমরা সাধারণ মানুষকে অসুবিধায় না ফেলে কেন্দ্রকে একটা বার্তা দিতে চাইছি।
advertisement
advertisement
advertisement