Partha Chatterjee Arrest:জামিনের চেষ্টায় মরিয়া পার্থর আশায় জল? নতুন করে গ্রেফতার করল সিবিআই
- Reported by:Arpita Hazra
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
Partha Chatterjee Arrest:জামিন চেয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার মামলার শুনানি হয় বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুঁইএার বেঞ্চে।
পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিকে নিয়োগের মামলায় গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পেশ করার পর তাঁকে ওই মামলায় গ্রেফতারের আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থাটি। সেই আবেদন মঞ্জুর করে আদালত। পার্থের পাশাপাশি নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত অয়ন শীলকেও আদালতে পেশ করার পর গ্রেফতার করেছে সিবিআই।
advertisement
advertisement
প্রায় আড়াই বছর আগে, নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল তাঁকে। পার্থের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও।
advertisement
advertisement
advertisement
advertisement
সম্প্রতি গরুপাচার মামলায় জামিনে মুক্তি পেয়েছেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। তিহাড় জেল থেকে ছাড়া পেয়ে গত মঙ্গলবার বীরভূমের বাড়িতে ফিরেছেন কেষ্ট মণ্ডল। আর এরপরেই গুঞ্জন শুরু হয়েছে প্রাথমিক দুর্নীতি মামলায় জেলবন্দি আরেক হেভিওয়েট তৃণমূল নেতা তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে। সূত্রের খবর, এবার প্রাথমিক দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিতে তৎপর সিবিআই। শুধু পার্থ চট্টোপাধ্যায় নন এই মামলায় অয়ন শীলকেও হেফাজতে নিতে চাইছে সিবিআই। তাই আপাতত মুক্তি নয়, বরং বড় প্যাঁচে পড়ার সম্ভাবনা পার্থ চট্টোপাধ্যায়ের।









