Mustard oil Price| চরম দুঃসংবাদ! রাজ্যে হু হু করে বাড়ছে সরষের তেল-ডালের দাম! কোথায় গিয়ে থামবে!

Last Updated:
Mustard oil Price| হ্যাঁ, এবার সরষের তেলের ঝাঁঝেই চোখে জল আসার জোগাড় মধ্যবিত্তের।
1/6
চলতি সপ্তাহেই আরও একবার গ্যাসের দাম বেড়েছে। উর্ধ্বমুখী পেট্রলের দামও। এবার গোদের উপর বিষফোঁড়া সর্ষের তেল। হ্যাঁ, এবার সরষের তেলের ঝাঁঝেই চোখে জল আসার জোগাড় মধ্যবিত্তের।
চলতি সপ্তাহেই আরও একবার গ্যাসের দাম বেড়েছে। উর্ধ্বমুখী পেট্রলের দামও। এবার গোদের উপর বিষফোঁড়া সর্ষের তেল। হ্যাঁ, এবার সরষের তেলের ঝাঁঝেই চোখে জল আসার জোগাড় মধ্যবিত্তের।
advertisement
2/6
বাজার ঘুরে প্রতিবেদক বলছেন, সরষের তেলের বাজারদর প্রতিদিনই বাড়ছে। গত এক সপ্তাহে ৯০০ গ্রামের প্যাকেট প্রতি দাম বেড়েছে ব্র্যান্ড অনুযায়ী ৫ টাকা থেকে কুড়ি টাকা পর্যন্ত।
বাজার ঘুরে প্রতিবেদক বলছেন, সরষের তেলের বাজারদর প্রতিদিনই বাড়ছে। গত এক সপ্তাহে ৯০০ গ্রামের প্যাকেট প্রতি দাম বেড়েছে ব্র্যান্ড অনুযায়ী ৫ টাকা থেকে কুড়ি টাকা পর্যন্ত।
advertisement
3/6
লেক মার্কেটে বাজার দরেই চোখ রাখা যাক। সরষের তেল ১৬৫ থেকে ১৯০ টাকা হয়ে গিয়েছে ৯০০ গ্রাম এর প্যাকেট। ঘানির সরষের তেলও ১৮০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে।
লেক মার্কেটে বাজার দরেই চোখ রাখা যাক। সরষের তেল ১৬৫ থেকে ১৯০ টাকা হয়ে গিয়েছে ৯০০ গ্রাম এর প্যাকেট। ঘানির সরষের তেলও ১৮০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে।
advertisement
4/6
এদিকে দাম বেড়েছে পোস্তর। ২০০ টাকা থেকে বেড়ে ২৩০ টাকা প্রতি একশো গ্রাম বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে।
এদিকে দাম বেড়েছে পোস্তর। ২০০ টাকা থেকে বেড়ে ২৩০ টাকা প্রতি একশো গ্রাম বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে।
advertisement
5/6
 সামান্য দাম বেড়েছে মুসুর ডালেরও। ১১০ টাকা থেকে বেড়ে ১২০ কিলো বিক্রি হচ্ছে। মুগ ডালের দাম ১২০ টাকা প্রতি কেজি। সোনামুগ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। মটর ডাল বিক্রি হচ্ছে ১০০ টাকায়। অড়হড় ডালও ১২০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে।
সামান্য দাম বেড়েছে মুসুর ডালেরও। ১১০ টাকা থেকে বেড়ে ১২০ কিলো বিক্রি হচ্ছে। মুগ ডালের দাম ১২০ টাকা প্রতি কেজি। সোনামুগ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। মটর ডাল বিক্রি হচ্ছে ১০০ টাকায়। অড়হড় ডালও ১২০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে।
advertisement
6/6
 এরই পাশাপাশি দাম বেড়েছে আমন্ডের মত ড্রাই ফুড এর। খুচরো কেজিপ্রতি ৮০০ টাকা বিক্রি হচ্ছিল যে আমন্ড তা এখন ১০০০ টাকায় বিক্রি হচ্ছে।
এরই পাশাপাশি দাম বেড়েছে আমন্ডের মত ড্রাই ফুড এর। খুচরো কেজিপ্রতি ৮০০ টাকা বিক্রি হচ্ছিল যে আমন্ড তা এখন ১০০০ টাকায় বিক্রি হচ্ছে।
advertisement
advertisement
advertisement