কয়লা পাচার কাণ্ডে জোর তৎপরতা! রাজ্যের ১২ জায়গায় একযোগে ইডি হানা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এবার কয়লা পাচার কাণ্ডে জাল গোটাতে উঠেপড়ে লেগেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি৷ এ দিন সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের ১২টি জায়গায় একযোগে তল্লাশি শুরু করেছে ইডি৷ কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্র ঘনিষ্ঠদের বাড়ি এবং ফ্ল্যাটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই তল্লাশি চলছে৷
advertisement
advertisement
advertisement
কয়েকদিন আগেই গড়িয়ার এই ফ্ল্যাটে আয়কর দফতর এবং সিবিআই হানা দিয়েছিল৷ যদিও ফ্ল্যাটে কেউ ছিলেন না৷ দুর্গা পুজোর পর থেকেই মালাকার পরিবার ওই ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা৷ মাঝেমধ্যেই এই ফ্ল্যাটে বাইরে থেকে পার্সেল আসত বলেও জানিয়েছেন প্রতিবেশীরা৷ তবে মালাকার পরিবার সেভাবে প্রতিবেশীদের সঙ্গে মিশতেন না৷
advertisement
advertisement
advertisement
advertisement