DYFI Brigade Rally 2024: শুধু সভায় নয়, চমক ছিল বাম-যুবদের ব্রিগেডের মেনুও! কী কী ছিল জানেন এবার?

Last Updated:
DYFI Brigade Rally 2024: গত ৫০ দিন ধরে জেলায় জেলায় ইনসাফ যাত্রা এবং ইনসাফ সমাবেশ সেরে চব্বিশের আগে প্রথম বড় জনসংযোগ কর্মসূচির আয়োজন করলেন বাম ছাত্র যুব সংগঠন।
1/7
পার হয়ে গেছে প্রায় ১৬ বছর। ২০০৮ সালের পর ২০২৪ ফের ডিওয়াইএফআইয়ের ডাকে সমাবেশ ব্রিগেডে। ছবি সৌজন‍্যেঃ CPIM West Bengal Facebook Page
পার হয়ে গেছে প্রায় ১৬ বছর। ২০০৮ সালের পর ২০২৪ ফের ডিওয়াইএফআইয়ের ডাকে সমাবেশ ব্রিগেডে। ছবি সৌজন‍্যেঃ CPIM West Bengal Facebook Page
advertisement
2/7
গত ৫০ দিন ধরে জেলায় জেলায় ইনসাফ যাত্রা এবং ইনসাফ সমাবেশ সেরে চব্বিশের আগে প্রথম বড় জনসংযোগ কর্মসূচির আয়োজন করলেন বাম ছাত্র যুব সংগঠন।  ছবি সৌজন‍্যেঃ CPIM West Bengal Facebook Page
গত ৫০ দিন ধরে জেলায় জেলায় ইনসাফ যাত্রা এবং ইনসাফ সমাবেশ সেরে চব্বিশের আগে প্রথম বড় জনসংযোগ কর্মসূচির আয়োজন করলেন বাম ছাত্র যুব সংগঠন। ছবি সৌজন‍্যেঃ CPIM West Bengal Facebook Page
advertisement
3/7
লাল ঝান্ডার সমাবেশ শুরু হল ‘রাজ্য সংগীত’ বাংলার মাটি বাংলার জল গেয়ে। অপরদিকে, ব্রিগেডের মঞ্চের পেছেনে দেখা গেল জাতীয় পতাকা। পোডিয়ামের ঠিক পিছনেই উড়ছে জাতীয় পতাকা। ছবি সৌজন‍্যেঃ CPIM West Bengal Facebook Page
লাল ঝান্ডার সমাবেশ শুরু হল ‘রাজ্য সংগীত’ বাংলার মাটি বাংলার জল গেয়ে। অপরদিকে, ব্রিগেডের মঞ্চের পেছেনে দেখা গেল জাতীয় পতাকা। পোডিয়ামের ঠিক পিছনেই উড়ছে জাতীয় পতাকা। ছবি সৌজন‍্যেঃ CPIM West Bengal Facebook Page
advertisement
4/7
রবিবাসরীয় ব্রিগেড লাল ঝান্ডায় ভরিয়ে দেওয়ার টার্গেট নিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। সকাল থেকেই ট্রেন, বাসে ভিড় জমিয়েছেলিন ডিওয়াইএফআই কর্মীরা। 
রবিবাসরীয় ব্রিগেড লাল ঝান্ডায় ভরিয়ে দেওয়ার টার্গেট নিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। সকাল থেকেই ট্রেন, বাসে ভিড় জমিয়েছেলিন ডিওয়াইএফআই কর্মীরা। 
advertisement
5/7
তৃণমূলের ২১ জুলাইের মেনু নিয়ে নজর থাকে সকলের। প্রধানত ডিমের ঝোল আর ভাতই থাকে মেনুতে। কোথাও বা ডিম কষা ও রুটি। কিন্তু ব্রিগেডের এবারের মেনু একেবারেই ভিন্ন।
তৃণমূলের ২১ জুলাইের মেনু নিয়ে নজর থাকে সকলের। প্রধানত ডিমের ঝোল আর ভাতই থাকে মেনুতে। কোথাও বা ডিম কষা ও রুটি। কিন্তু ব্রিগেডের এবারের মেনু একেবারেই ভিন্ন।
advertisement
6/7
ডিওয়াইএফআই-এর ব্রিগেডে হয়নি রান্নার আয়োজন। তবে কর্মীদের জন্য খাবারের আয়োজন করেছে এরিয়া কমিটিগুলি। এক এক জেলার তরফে এক এক মেনু। কোনও এরিয়া কমিটি পাঠিয়েছে মাংস-ভাত কেউ রুটি-ডিম কষা কেউ বা রুটি-আলুভাজা বা রুটি-তরকা।
ডিওয়াইএফআই-এর ব্রিগেডে হয়নি রান্নার আয়োজন। তবে কর্মীদের জন্য খাবারের আয়োজন করেছে এরিয়া কমিটিগুলি। এক এক জেলার তরফে এক এক মেনু। কোনও এরিয়া কমিটি পাঠিয়েছে মাংস-ভাত কেউ রুটি-ডিম কষা কেউ বা রুটি-আলুভাজা বা রুটি-তরকা।
advertisement
7/7
ডিওয়াইএফআই সূত্রের খবর, প্রায় ৩০ হাজারের বেশি খাবারের প্যাকেটে এরিয়া কমিটিগুলি থেকে পাঠানো হয়েছে। গতকাল, রাতে আসে অনেকেই রান্নার জিনিস নিয়ে আসেন। তবে, সবকিছুর উপর বাম কর্মী-সমর্থকের মধ‍্যে উল্লাস ছিল চোখে পড়ার মত।
ডিওয়াইএফআই সূত্রের খবর, প্রায় ৩০ হাজারের বেশি খাবারের প্যাকেটে এরিয়া কমিটিগুলি থেকে পাঠানো হয়েছে। গতকাল, রাতে আসে অনেকেই রান্নার জিনিস নিয়ে আসেন। তবে, সবকিছুর উপর বাম কর্মী-সমর্থকের মধ‍্যে উল্লাস ছিল চোখে পড়ার মত।
advertisement
advertisement
advertisement