Durga Puja 2023: আবোল তাবোল-এর শতবর্ষে পুজো প্যান্ডেলে এবার লাইভ কুমড়ো পটাশ! কোথায় জানেন?

Last Updated:
Durga Puja 2023: রামগরুড়ের ছানা কে মনে আছে? অথবা হুঁকো মুখো হ্যাংলা বা হাঁসজারু? সবাই আসবে মণ্ডপে।
1/6
বাঙালির জনপ্রিয় ছড়ার বই "আবোল তাবোল" শতবর্ষে। ১৯২৩ সালের ১৯ সেপ্টেম্বর বইটি প্রথম প্রকাশিত হয়। যার মস্তিষ্কপ্রসূত ছবি আর ছড়ায় এই আবোল তাবোল সেই সুকুমার রায়ের ও এ-বছর মৃত্যুশতবর্ষ।
বাঙালির জনপ্রিয় ছড়ার বই "আবোল তাবোল" শতবর্ষে। ১৯২৩ সালের ১৯ সেপ্টেম্বর বইটি প্রথম প্রকাশিত হয়। যার মস্তিষ্কপ্রসূত ছবি আর ছড়ায় এই আবোল তাবোল সেই সুকুমার রায়ের ও এ-বছর মৃত্যুশতবর্ষ।
advertisement
2/6
পুজোর সময় কয়েকটা দিন হাতিবাগান নবীন পল্লিতে সুকুমারময় জগতে কিছুটা সময় কাটালে দেখা মিলবে লাইভ হাঁসজারু কিংবা হুঁকো মুখো হ্যাংলার।
পুজোর সময় কয়েকটা দিন হাতিবাগান নবীন পল্লিতে সুকুমারময় জগতে কিছুটা সময় কাটালে দেখা মিলবে লাইভ হাঁসজারু কিংবা হুঁকো মুখো হ্যাংলার।
advertisement
3/6
রামগরুড়ের ছানা কে মনে আছে? অথবা হুঁকো মুখো হ্যাংলা বা হাঁসজারু? এইসব চরিত্রগুলোর সঙ্গে ছেলেবেলায় পরিচয় হয়নি এমন বাঙালি পাওয়া সত্যিই দুষ্কর। আবোল তাবোল দুনিয়ার এই সব আজগুবি, অদ্ভুত বাসিন্দারা কিন্তু খেয়াল রসের স্রোতে ভেসে আজ ১০০ বছর পার করে দিল।
রামগরুড়ের ছানা কে মনে আছে? অথবা হুঁকো মুখো হ্যাংলা বা হাঁসজারু? এইসব চরিত্রগুলোর সঙ্গে ছেলেবেলায় পরিচয় হয়নি এমন বাঙালি পাওয়া সত্যিই দুষ্কর। আবোল তাবোল দুনিয়ার এই সব আজগুবি, অদ্ভুত বাসিন্দারা কিন্তু খেয়াল রসের স্রোতে ভেসে আজ ১০০ বছর পার করে দিল।
advertisement
4/6
নবীন পল্লির পুজো মন্ডপে লাইভ আবোল তাবোল। আবোল তাবোল আর সুকুমার রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে শিল্পী অনির্বাণ দাসের রং তুলিতে সেজে উঠেছে নবীন পল্লি।
নবীন পল্লির পুজো মন্ডপে লাইভ আবোল তাবোল। আবোল তাবোল আর সুকুমার রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে শিল্পী অনির্বাণ দাসের রং তুলিতে সেজে উঠেছে নবীন পল্লি।
advertisement
5/6
হাতিবাগান নবীন পল্লিতে পুজো মণ্ডপ দেখতে এলেই শুরু থেকে শেষ পর্যন্ত আবোল তাবোল এর চরিত্ররা আপনার আশপাশে ঘুরবে।
হাতিবাগান নবীন পল্লিতে পুজো মণ্ডপ দেখতে এলেই শুরু থেকে শেষ পর্যন্ত আবোল তাবোল এর চরিত্ররা আপনার আশপাশে ঘুরবে।
advertisement
6/6
এসব দেখে রীতিমতো আপনার পেটে হাসতে হাসতে খিল ধরতে পারে।
এসব দেখে রীতিমতো আপনার পেটে হাসতে হাসতে খিল ধরতে পারে।
advertisement
advertisement
advertisement