Durga Puja 2022|| ৭২ বছরের দুর্গাপুজো, দক্ষিণ কলকাতার ৬৬ পল্লি সাজছে 'এক অন্ন বর্তী' থিমে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
66 Pally Durga Puja 2022 theme: ৬৬ পল্লির এ বারের থিমের পোশাকি নাম 'এক অন্ন বর্তী'। ৭২ বছরে পা দেওয়া এই পুজোর পরিকল্পনা এবং সৃজনের দায়িত্বে শিল্পী পূর্ণেন্দু দে। প্রতিমা গড়ছেন শিল্পী অর্ধেন্দু দে।
*পুজো এ বারে বিশ্বজনীন। তাই সেপ্টেম্বরের প্রথম দিনের বর্ণাঢ্য শোভাযাত্রার পর থেকেই সেজে উঠতে শুরু করেছে কলকাতা। শহরের পুজোর সঙ্গে আট থেকে আশি যাঁরা যুক্ত, তাঁদের এখন দম ফেলার ফুরসত নেই। দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র রাসবিহারী মোড়ের একেবারে গায়ে লাগা ৬৬ পল্লির পুজো। প্যান্ডেল থেকে প্রতিমা সাজানো, প্রস্তুতি চলছে ঝড়ের গতিতে। রাত জেগেও চলছে কাজ। প্রতিবেদনঃ শুভাগতা দে।
advertisement
advertisement
*কী থিমে সেজে উঠছে মণ্ডপ? ৬৬ পল্লির অন্যতম কর্মকর্তা প্রদ্যুম্ন মুখোপাধ্যায় বলেন, "যেভাবে একান্নবর্তী পরিবার ভেঙে নিউক্লিয়ার পরিবার হয়ে যাচ্ছে, তাতে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে নতুন প্রজন্মের ওপরে। দাদু-ঠাকুমা বা বাড়িতে অন্য কেউ না থাকায় তারা একাকীত্বে ভোগে। ছোটদের মধ্যে সামাজিক মূল্যবোধ তৈরি হচ্ছে না যথাযথভাবে। আমদের মণ্ডপ থেকেই আমরা বার্তা দিতে চাই কাছের মানুষরা কাছে আসুক আবার।" প্রতিবেদনঃ শুভাগতা দে।
advertisement
advertisement
advertisement