Durga Puja 2022|| ৭২ বছরের দুর্গাপুজো, দক্ষিণ কলকাতার ৬৬ পল্লি সাজছে 'এক অন্ন বর্তী' থিমে

Last Updated:
66 Pally Durga Puja 2022 theme: ৬৬ পল্লির এ বারের থিমের পোশাকি নাম 'এক অন্ন বর্তী'। ৭২ বছরে পা দেওয়া এই পুজোর পরিকল্পনা এবং সৃজনের দায়িত্বে শিল্পী পূর্ণেন্দু দে। প্রতিমা গড়ছেন শিল্পী অর্ধেন্দু দে।
1/6
*পুজো এ বারে বিশ্বজনীন। তাই সেপ্টেম্বরের প্রথম দিনের বর্ণাঢ্য শোভাযাত্রার পর থেকেই সেজে উঠতে শুরু করেছে কলকাতা। শহরের পুজোর সঙ্গে আট থেকে আশি যাঁরা যুক্ত, তাঁদের এখন দম ফেলার ফুরসত নেই। দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র রাসবিহারী মোড়ের একেবারে গায়ে লাগা ৬৬ পল্লির পুজো। প্যান্ডেল থেকে প্রতিমা সাজানো, প্রস্তুতি চলছে ঝড়ের গতিতে। রাত জেগেও চলছে কাজ। প্রতিবেদনঃ শুভাগতা দে। 
*পুজো এ বারে বিশ্বজনীন। তাই সেপ্টেম্বরের প্রথম দিনের বর্ণাঢ্য শোভাযাত্রার পর থেকেই সেজে উঠতে শুরু করেছে কলকাতা। শহরের পুজোর সঙ্গে আট থেকে আশি যাঁরা যুক্ত, তাঁদের এখন দম ফেলার ফুরসত নেই। দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র রাসবিহারী মোড়ের একেবারে গায়ে লাগা ৬৬ পল্লির পুজো। প্যান্ডেল থেকে প্রতিমা সাজানো, প্রস্তুতি চলছে ঝড়ের গতিতে। রাত জেগেও চলছে কাজ। প্রতিবেদনঃ শুভাগতা দে। 
advertisement
2/6
*৬৬ পল্লির এ বারের থিমের পোশাকি নাম 'এক অন্ন বর্তী'। ৭৭ বছরে পা দেওয়া এই পুজোর পরিকল্পনা এবং সৃজনের দায়িত্বে শিল্পী পূর্ণেন্দু দে। প্রতিমা গড়ছেন শিল্পী অর্ধেন্দু দে। মণ্ডপের আবহ গল্প বলবেন ডক্টর নন্দিনী ভৌমিক। 
*৬৬ পল্লির এ বারের থিমের পোশাকি নাম 'এক অন্ন বর্তী'। ৭৭ বছরে পা দেওয়া এই পুজোর পরিকল্পনা এবং সৃজনের দায়িত্বে শিল্পী পূর্ণেন্দু দে। প্রতিমা গড়ছেন শিল্পী অর্ধেন্দু দে। মণ্ডপের আবহ গল্প বলবেন ডক্টর নন্দিনী ভৌমিক। 
advertisement
3/6
*কী থিমে সেজে উঠছে মণ্ডপ? ৬৬ পল্লির অন্যতম কর্মকর্তা প্রদ্যুম্ন মুখোপাধ্যায় বলেন, "যেভাবে একান্নবর্তী পরিবার ভেঙে নিউক্লিয়ার পরিবার হয়ে যাচ্ছে, তাতে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে নতুন প্রজন্মের ওপরে। দাদু-ঠাকুমা বা বাড়িতে অন্য কেউ না থাকায় তারা একাকীত্বে ভোগে। ছোটদের মধ্যে সামাজিক মূল্যবোধ তৈরি হচ্ছে না যথাযথভাবে। আমদের মণ্ডপ থেকেই আমরা বার্তা দিতে চাই কাছের মানুষরা কাছে আসুক আবার।" প্রতিবেদনঃ শুভাগতা দে। 
*কী থিমে সেজে উঠছে মণ্ডপ? ৬৬ পল্লির অন্যতম কর্মকর্তা প্রদ্যুম্ন মুখোপাধ্যায় বলেন, "যেভাবে একান্নবর্তী পরিবার ভেঙে নিউক্লিয়ার পরিবার হয়ে যাচ্ছে, তাতে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে নতুন প্রজন্মের ওপরে। দাদু-ঠাকুমা বা বাড়িতে অন্য কেউ না থাকায় তারা একাকীত্বে ভোগে। ছোটদের মধ্যে সামাজিক মূল্যবোধ তৈরি হচ্ছে না যথাযথভাবে। আমদের মণ্ডপ থেকেই আমরা বার্তা দিতে চাই কাছের মানুষরা কাছে আসুক আবার।" প্রতিবেদনঃ শুভাগতা দে। 
advertisement
4/6
*এ বারে ৬৬ পল্লির মণ্ডপে একেবারে বাস্তবিক কাজ হচ্ছে। তাই মণ্ডপ দেখলে চমকে উঠতেই হবে। দর্শনার্থীরা পুজো মণ্ডপে নাকি কোনও বাস্তবিক স্থানে রয়েছেন, তাতে ভুল করতেই পারেন। ফলে মণ্ডপ প্রসঙ্গে বেশ খানিকটা ধোঁয়াশাই বজায় রাখছেন কর্মকর্তারা।  
*এ বারে ৬৬ পল্লির মণ্ডপে একেবারে বাস্তবিক কাজ হচ্ছে। তাই মণ্ডপ দেখলে চমকে উঠতেই হবে। দর্শনার্থীরা পুজো মণ্ডপে নাকি কোনও বাস্তবিক স্থানে রয়েছেন, তাতে ভুল করতেই পারেন। ফলে মণ্ডপ প্রসঙ্গে বেশ খানিকটা ধোঁয়াশাই বজায় রাখছেন কর্মকর্তারা।  
advertisement
5/6
*প্রদ্যুম্ন আরও বলেন, "পরিবারের ভাগাভাগি। সংসারে উপার্জনের বৈষম্য সবই ফুটে উঠবে থিমের নানা ভাগে। প্রতিমাতেও থাকছে বড় চমক। একেবারে অন্য ধারার প্রতিমা দেখবে শহরবাসী। মণ্ডপ ছেড়ে যাওয়ার সময়ে থিমের আঁচ বিভিন্ন প্রজন্মের অপরে বিভিন্নভাবে পড়বে।" প্রতিবেদনঃ শুভাগতা দে। 
*প্রদ্যুম্ন আরও বলেন, "পরিবারের ভাগাভাগি। সংসারে উপার্জনের বৈষম্য সবই ফুটে উঠবে থিমের নানা ভাগে। প্রতিমাতেও থাকছে বড় চমক। একেবারে অন্য ধারার প্রতিমা দেখবে শহরবাসী। মণ্ডপ ছেড়ে যাওয়ার সময়ে থিমের আঁচ বিভিন্ন প্রজন্মের অপরে বিভিন্নভাবে পড়বে।" প্রতিবেদনঃ শুভাগতা দে। 
advertisement
6/6
*২০২১ সালে ছক ভেঙে যেমন মহিলা পুরোহিতের একটি দল ৬৬ পল্লির পুজোকে অনন্য করে তুলেছিল। এ বারেও তাঁরাই থাকছেন পুজোর দায়িত্বে। প্রতিবেদনঃ শুভাগতা দে।
*২০২১ সালে ছক ভেঙে যেমন মহিলা পুরোহিতের একটি দল ৬৬ পল্লির পুজোকে অনন্য করে তুলেছিল। এ বারেও তাঁরাই থাকছেন পুজোর দায়িত্বে। প্রতিবেদনঃ শুভাগতা দে।
advertisement
advertisement
advertisement