Shatrughan Sinha in Durga Puja: 'স্থাপত্যের আদিরূপ' ফুটে উঠল মানিকতলা চালতাবাগান পুজোয়, উদ্বোধনে শত্রুঘ্ন, শশীরা

Last Updated:
যে যুগে যন্ত্রপাতি ছিল না, সেই সময়েও তো কত শত কালজয়ী, অসামান্য স্থাপত্য তৈরি হয়েছে! দে কথাই যেন মনে করিয়ে দিত চাইলেন মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গাপুজো কমিটির সদস্যরা।
1/6
এ বারের থিম 'স্থাপত্যের আদিরূপ'। দক্ষিণ ভারতের স্থাপত্য শিল্পই ফুটে উঠবে কলকাতার অন্যতম নামকরা এবং ঐতিহ্যবাহী দুর্গাপুজোর মণ্ডপে।
এ বারের থিম 'স্থাপত্যের আদিরূপ'। দক্ষিণ ভারতের স্থাপত্য শিল্পই ফুটে উঠবে কলকাতার অন্যতম নামকরা এবং ঐতিহ্যবাহী দুর্গাপুজোর মণ্ডপে।
advertisement
2/6
মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গাপুজো। ৮০ বছরে পা দিল এই ঐতিহ্যবাহী পুজো। দক্ষিণ ভারতের মন্দিরে যে ধৎনের মূর্তি স্থাপিত রয়েছে, তারই আদলে তৈরি হয়েছে মানিকতলা চালতাবাগান লোহাপট্টির দুর্গাপ্রতিমা।
মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গাপুজো। ৮০ বছরে পা দিল এই ঐতিহ্যবাহী পুজো। দক্ষিণ ভারতের মন্দিরে যে ধৎনের মূর্তি স্থাপিত রয়েছে, তারই আদলে তৈরি হয়েছে মানিকতলা চালতাবাগান লোহাপট্টির দুর্গাপ্রতিমা।
advertisement
3/6
যে যুগে যন্ত্রপাতি ছিল না, সেই সময়েও তো কত শত কালজয়ী, অসামান্য  স্থাপত্য তৈরি হয়েছে! দে কথাই যেন মনে করিয়ে দিত চাইলেন মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গাপুজো কমিটির সদস্যরা।
যে যুগে যন্ত্রপাতি ছিল না, সেই সময়েও তো কত শত কালজয়ী, অসামান্য স্থাপত্য তৈরি হয়েছে! দে কথাই যেন মনে করিয়ে দিত চাইলেন মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গাপুজো কমিটির সদস্যরা।
advertisement
4/6
গত ২৭ সেপ্টেম্বর থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মণ্ডপ। সে দিন আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন নামজাদা ব্যক্তিরা।
গত ২৭ সেপ্টেম্বর থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মণ্ডপ। সে দিন আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন নামজাদা ব্যক্তিরা।
advertisement
5/6
যাঁদের মধ্যে অভিনেতা-রাজনীতিক শত্রুঘ্ন সিনহা, নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কবি শ্রীজাত, বিধায়ক বিবেক গুপ্ত, রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা প্রমুখ।
যাঁদের মধ্যে অভিনেতা-রাজনীতিক শত্রুঘ্ন সিনহা, নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কবি শ্রীজাত, বিধায়ক বিবেক গুপ্ত, রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা প্রমুখ।
advertisement
6/6
প্রদীপ জ্বেলে, ঢাক বাজিয়ে, মহা ধুমধামে উদ্বোধন করা হল মানিকতলার এই পুজো। পুজোর চার দিনও যে এই মণ্ডপে প্রবর ভিড় হবে, তা এখন থেকেই স্পষ্ট।
প্রদীপ জ্বেলে, ঢাক বাজিয়ে, মহা ধুমধামে উদ্বোধন করা হল মানিকতলার এই পুজো। পুজোর চার দিনও যে এই মণ্ডপে প্রবর ভিড় হবে, তা এখন থেকেই স্পষ্ট।
advertisement
advertisement
advertisement