বলিউড সিনেমার নাটকীয় মোচড়ও ফেল, মল থেকে মাদক! এসএসকেএমে অবাক কাণ্ড
- Published by:Debalina Datta
Last Updated:
মল ঘেঁটে উদ্ধার হল মাদক, প্রথমে মাদক না পেয়ে পেটের এক্স-রে করেই মিলল মাদক
#কলকাতা: সিনেমার কায়দায় মাদক আসছিল ব্রাজিল থেকে কলকাতায়, মাদক না পেয়ে পেটের এক্স-রে করে দেখা গেল রয়েছে মাদক! নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কাছে খবর ছিল ব্রাজিল থেকে কলকাতায় মাদক আসছে, সেই সূত্র মত আগে থেকেই প্রস্তুত ছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা। গত ১২ অগস্ট দুবাই থেকে কলকাতায় এসেছিল ব্রাজিলিয়ান এক নাগরিক।
advertisement
ব্রাজিল থেকে উৎকৃষ্ট মানের কোকেন শহরে পাচার করছে এই ব্যক্তি, গোপন সূত্রে এমনই খবর ছিল নারকোটিক্স বিভাগের কাছে। সেই মতো ওই ব্রাজিলিয়ান নাগরিক কলকাতায় আসার পরই তাকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। তল্লাশি অভিযানে নেমেও মাদক না মেলায় অফিসারদের কার্যত কপালে ভাঁজ পড়ে। তার মধ্যেই ব্রাজিলিয়ান ওই নাগরিককে আটক করার সিদ্ধান্ত নেয় NCB।
advertisement
বিভিন্ন জিজ্ঞাসাবাদে মুখ না খুললেও পরবর্তী সময়ে ওই ব্যক্তি পেটে ব্যাথা অনুভব করে। তখনই আরও কিছুটা সন্দেহ বাড়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকদের। চিকিৎসকের পরামর্শ মত বিমানবন্দরের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ব্রাজিলিয়ান ওই নাগরিকের পেটের এক্স-রে করা হয়। এক্স-রে রিপোর্টে দেখা যায়, ওই ব্যক্তির পাকস্থলীর মধ্যে ৪৪ টি ক্যাপসুল রয়েছে।
advertisement
advertisement
সেই ক্যাপসুলগুলি থেকে উদ্ধার হয় ৪৯৭ গ্রাম কোকেন। যার বাজারদর প্রায় কয়েক কোটি টাকা। এই ক্যাপসুল শরীরে মেশে না, সেই সুযোগ নিয়ে পেটের মধ্যে মাদক পাচারের চেষ্টা করেছিল ব্রাজিলের ওই নাগরিক। মূলত নজর এড়াতেই এভাবেই মাদক পাচারের পরিকল্পনা করে পাচারকারীরা, এবার NCB সেই পরিকল্পনা ভেস্তে দিল তাদের দূরদর্শিতায়। এই ঘটনার পুরো বিবরণ যে সিনেমার চিত্রনাট্যের মতই তা আর বলার অপেক্ষা রাখে না। Input- Susovan Bhattacharjee