শোভন-বৈশাখীর প্রেম, যে যে কারণে শেষ কয়েকমাস বিতর্কে ছিল এই জুটি
Last Updated:
মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায় ৷ কর্তব্য গাফিলতির গুরুত্বর অভিযোগ আগেই উঠছিল তাঁর বিরুদ্ধে ৷ হুশিয়ারি আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ তারপরও একই ছিল তাঁর গতিবিধি ৷ তার থেকেই এই পরিণতি বলে দাবি জানিয়েছেন শোভেনর স্ত্রী ও শ্বশুর ৷ তাঁদের সকলের কথাতেই উঠে আসে শোভনের নতুন বন্ধুত্বের কথা ৷ উঠে আসে তাঁর সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের কথা ৷ Photo Collected
advertisement
advertisement
advertisement
advertisement
ব্যক্তি জীবনের টানাপোড়েনের ছাপ পড়তে থাকে শোভনের রাজনৈতিক জীবনে। পুরসভায় অনিয়মিত। মন্ত্রীর দায়িত্বও ঠিকঠাক পালন করছিলেন না। দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল। দলনেত্রীর সঙ্গেও। তবু প্রিয় কাননকে বারবার ফিরে আসার সুযোগ দিয়েছেন মমতা। কাজ হয়নি। অবশেষে পরিবেশ দফতরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় শোভনকে। তবে দমকল ও আবাসন দফতর কাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল সভাপতির পদ থেকেও সরিয়ে দেওয়া হয় শোভনকে। এবার কালীপুজোয় নেত্রীর বাড়িতে শোভনের অনুপস্থিতি সবাইকে চমকে দিলেও বোঝা গিয়েছিল ফাটলটা কতটা চওড়া হয়েছে। অবশেষে বিদায়। পদত্যাগ ৷ Photo Collected