'ও কিছুই করতে পারেনি...' বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের! কাকে নিশানা করলেন জানেন? 'প্রস্তুত হচ্ছেন', ভোটের আগেই ঝড় তুলে দিলেন দিলীপ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh: দিলীপ ঘোষ আরও লেখেন, ''মুখ্যমন্ত্রী একবার করে আসেন আর গোড়ালি ডোবা জলে ছবি তুলে চলে যান। দেব শুধু বন্যার সময় আসেন, বাকি সময় পাগলু ড্যান্স করেন।''
advertisement
নিজের ফেসবুক পেজেও দিলীপ লেখেন, ''ঘাটালের মানুষকে প্ল্যান করে প্রতি বছর বন্যার কবলে ফেলা হয়। এটাই ঘাটাল মাস্টার প্ল্যান। তিনবারের সাংসদের কাছ থেকে মানুষের বহু প্রত্যাশা থাকে। ঘাটালবাসীর মূল প্রত্যাশা তাদের যেন বর্ষাকালে বন্যার দুর্ভোগ কম হয়। কিন্তু একাধিকবার ভোট দিয়েও তাঁরা প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাননি।''
advertisement
দিলীপ আরও লেখেন, ''মুখ্যমন্ত্রী একবার করে আসেন আর গোড়ালি ডোবা জলে ছবি তুলে চলে যান। দেব শুধু বন্যার সময় আসেন, বাকি সময় পাগলু ড্যান্স করেন। ঘাটালবাসীর অধিকার রয়েছে বন্যা থেকে মুক্তি পাওয়ার। কেন তাঁরা বছরের ৬ মাস জমা জলে কষ্ট পাবেন। বছরের পর বছর তাঁরা দাবি তুললেও কোনও সুরাহা হয়না। এই অবস্থার পরিবর্তনের দরকার আছে।''
advertisement
advertisement
advertisement
তিনি বলেন, "একজন বিজেপি নেতাকে দেখাতে পারবেন যিনি বিধানসভা, রাজ্যসভা বা লোকসভায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছেন। এখন অনেক MP, MLA আছেন। ঘাটালের বিধায়ক রয়েছেন। তিনি কি একটাও লাইন লিখেছেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে? আক্রমণ না করলে রাজনীতি করা যায় না। আমার কোথাও মনে হয় দিলীপ বাবু এবার খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন। সেটার জন্য তো কাউকে একটা ঢিল মারতে হবে। আমি তো সফট টার্গেট এখানে। কিছু না হলেও দেবকে আক্রমণ করতে হবে।''