দর্শকহীন পুজো মণ্ডপ, করোনাকালে দুর্গাপুজোয় কী করা যাবে আর কী করা যাবে না দেখে নিন
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
দর্শকের নো এন্ট্রি, তাহলে পুজো মণ্ডপে ঢুকবেন কারা? পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষকে পুজোয় মানতে হবে কী কী নির্দেশিকা দেখে নিন
সংক্রমণ ঠেকিয়ে একসময় প্রশংসা কুড়িয়েছিল কেরল। সেখানেই ওনাম উৎসবের পর সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। তাই বাঙালির সবচেয়ে বড় উৎসবে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কলকাতা হাইকোর্ট। তাই করোনার সংক্রমণ আটকাতে পুজো মণ্ডপেই নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে দিল কলকাতা হাইকোর্ট। পুজোর ভিড়ে করোনা সংক্রমণে বিস্ফোরণের আশঙ্কায় ঐতিহাসিক রায় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এদিন হাইকোট বলে, এতে কোন সন্দেহ নেই রাজ্য পর্যাপ্ত গাইডলাইন করেছে। এটাও ঠিক যে পুলিস, প্রশাসন তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করবেন কিন্তু তাদের সীমাবদ্ধতার কথাও ভেবে দেখা উচিত। লাখ লাখ দর্শক নিয়ন্ত্রণে মাত্র ৩০ হাজার পুলিশ ৷ ভিড় নিয়ন্ত্রণ নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল আদালত ৷ এদিন রায় দানে বিচারপতি জানান, ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে দোষ দেওয়া যায় না ৷ পুলিশের সীমাবদ্ধতা রয়েছে ৷ তাই বিকল্প ব্যবস্থাস্বরূপ প্রত্যেক পুজো মণ্ডপ কন্টেইনমেন্ট জোন গণ্য হবে ৷ লক্ষ্মীপুজোর ৪ দিন পর আদালতে হলফনামা জমা দেবেন রাজ্য পুলিশের DGP।