DA Case: মঙ্গলবারই ১০০% ডিএ মেটানোর নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট? বিকাশরঞ্জন, মলয় মুখোপাধ্যায়রা যা বললেন, সরকারি কর্মী মহলে তুমুল শোরগোল
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
DA Case: রাজ্যের তরফে আগামী সোমবার শুনানির আবেদন জানানো হয়। কিন্তু রাজ্যের আর্জি খারিজ করে দেন বিচারপতি সঞ্জয় কারোল।
advertisement
advertisement
রাজ‍্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, ''হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কেউই টাকার পরিমাণের কথা বলেনি। আর টাকার অঙ্কটা অনেক বেশি। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করার জন‍্য একটি কমিটি গঠন করেছে রাজ্য।'' আইনজীবী দ্বিবেদী আবেদন করেন, ''রাজ‍্যের তরফে আমরা আরও দু’মাস সময় চাইছি।'' কিন্তু বিচারপতি কারোল বলেন, ''আমরা বিস্তারিত শুনানি করতে চাইছি, অন মেরিট। হতে পারে আপনাদের টাকা দিতেই হল না।''
advertisement
তবে, ডিএ মামলার মূল মামলাকারী কনফেডারেশনের তরফে মলয় মুখোপাধ্যায় এবং ফিরদৌস শামিমের জানান, রাজ‍্য টাকার হিসেব নেই বলছে, কারণ রাজ‍্য চাইছে মামলাটা আরও দেরি করার জন‍্য। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামিকাল পুরো মামলার শুনানি হবে। সরকারি কর্মীরা আশাবাদী যে আগামিকাল ১০০% ডিএ মেটানোর নির্দেশ দেবে কোর্ট।''
advertisement
advertisement
প্রসঙ্গত, গত ১৬ মে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। রাজ্যের তরফে প্রবল আপত্তি জানিয়ে বলা হয়েছিল, লক্ষ লক্ষ কর্মচারীকে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে এমন কোনও বরাদ্দ নেই। রাজ্যকে যদি এই অর্থ দিতে হয়, তা হলে ঋণ নিতে হবে, যার জন্য কেন্দ্রের অনুমতি দরকার। এই প্রক্রিয়া সময়সাপেক্ষ।